স্বপ্ন দেখতে ভালবাসি, বাস্তবতা কঠিন...
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
আমরা সবাই আমাদের এই দেশকে ভালবাসি, আর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমার ছিনয়ে এনেছি স্বাধীনতা। কিন্তু আমরা কি আজ প্রর্যন্ত পরাধীনতার শ্রঙ্খল থেকে মুক্ত হতে পেরেছি?
আজ আমাদেরকে থামিয়ে দিতে ছায় একদল হায়না, কে তারা? আমাদেরকে চিনতে হবে তাদের। আজ ভারতের দালালরা উঠে লেগেছে আমাদের এই দেশে আরেকটি যুদ্ধ বাধানোর জন্যে। তারা আমাদেরকে আজ পানি দিয়ে মারতে ছায়, তারা আজ আমাদের নদীগুলোকে পানি শুন্য করতে ছায়। আথছ আমরা তাদেরই সুবিধার কথা চিন্তা করে কোন প্রতিবাধ করছিনা। বরং তাদের সাথে একই পাতে ভাত খাচ্ছি, তাই আজ আমাদের সামনে এসেছে স্বাধীনতা রক্ষা করার যুদ্ধ, এই যুদ্ধে আমাদের যে কোন মূল্যেই জয়ী হতে হবে।
তাই বাংলার মানুষ, অনেক গুম হয়েছে, আর ঘুমানোর সময় নেই, আজ ডাক দাউ আরেক স্বাধীনতার................
রিয়াজ উদ্দীন।
ইন্টারন্যাশ্যনাল ইসলামিক ইউনিভারসিটি, কুমিরা, চট্রগ্রাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।