আমাদের কথা খুঁজে নিন

   

আপনি সচেতন হউন এবং আপনার পাশের মানুষটিকে সচেতন করুন প্রতারণার নতুন কৌশল হতে রক্ষা পেতে...

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

প্রতিটা দিনের মতো কাজ শেষে গতকাল সন্ধায় আমাদের অফিসের এক কর্মচারী কাজ শেষে বাড়ির উদ্দেশ্য রওনা হলো। ঠিক ১০মি. পরে সে আবার ফিরে এলো, অনেক বেশি বিষন্ন দেখাচ্ছিলো তাকে। জিজ্ঞাসা করলাম ফিরে এলে কেন? তখন সে পকেট থেকে একটি নোট বের করে আমাকে দিয়ে বললো, " দেখেন তো ভাই এইটা আসল না কি"? নোটটা হতে নিয়ে দেখলাম সাদ্দাম হোসেনের ছবি আর আরবিতে অনেককিছু লেখা।

নোটটা উল্টে দেখি উপরে লেখা Central Bank Of Iraq এবং নিচেরদিকে লেখা Twenty Five Dinas. জিজ্ঞাসা করলাম কোথায় পেলে এই নোটটা? এরপর ও বলা শুরু করলো... আমি যাচ্ছিলাম তখন এক মিশুক চালক সময় জানতে চাইলো এবং জিজ্ঞাসা করলো এখন কি ব্যাংক খোলা পাওয়া যাবে কি না? আমি মোবাইলের ঘড়ি দেখে বললাম না ব্যাংক বন্ধ। তখন মিশুক চালকটি এই নোটটি আমাকে দেখিয়ে বললো ভাই এক বিদেশি আমার মিশুকে ঘুরছে পরে এই টাকাটা দিছে, এখন এই নোট আমি কি ভাবে ভাঙ্গাবো এ ব্যপারে একটু সাহয্য করুন। এর মধ্যে আরো দুই জন লোক আসলো মিশুক ভাড়া করতে তখন মোশুক চালক তাদের নোটটা দেখালে তারা বললো আরে এইটা তো অনেক দামি নোট বাংলাদেশি টাকায় প্রায় ৩০০টাকা করে পাওয়া যাবে। তখন মিশুক চালককে লোক দু'টি বললো ভাই আমি আপনাকে আমার মোবাইল আর ৫০০টাকা দেই আপনি আমাকে নোটটা দেন। মিশুক চালক রাজি হলো কিন্তু তখন লোক দুটি বললো তাদের মোবাইলে সমস্যা আছে, তখন মিশুক চালক আবার রাজি নয়।

লোক দুটি আমাকে বললো ভাই আপনার মোবাইলটা দেন। তখন আমি দিতে রাজি হইনি। ঠিক তখন আরো এক ব্যক্তির আগমন। সে প্রথমে মিশুক ভাড়া নিতে আসলে সে ও নোটটি দেখলো এবং নোটটি আমার মোবাইলের বিনিময়ে নিতে প্ররোচিত করলো আর আমি... ... আমি জিজ্ঞাসা করলাম তার মানে কি তুমি তোমার মোবাইলের বিনিময়ে এই নোটটা আনছো? তখন মনে হলো আমার প্রশ্নটা অবান্তর, যা হবার এতোক্ষণে হয়ে গেছে। এ ঘটনার পিছলে যে কয়েকটি বিষয় কাজ করেছে তা হলো শিক্ষাগত যোগ্যতা,অসচেতনতা, এবং সর্বপরি লোভ।

এরকম অভিনব প্রতারনার ঘটনা আমি এই প্রথম শুনলাম। আর তাই আমাদের মনেহ্য় বৈদেশিক মুদ্রা লেনদেনেও সচেতন হতে হবে কারন আজ ওকে দিনার দিয়ে মোবাইলটা নিয়ে গেছে কাল হয় তো আমাকে অথবা আপনাকে ডলার, পাউন্ড,রিঙ্গিত,রিয়েল অথবা অন্য কোন দেশের অচল মুদ্রা দিতে চাইবে। কিন্তু যেখানে আমরা মাঝে মাঝে নিজের দেশের টাকারই আসল আর জাল চিনতে পারি না সেখানে... ...!!! আর কিছুদিন আগে হয়তো আপনারা সবাই দেখেছেন যে বাংলাদেশে জাল ডলার ও ডলার তৈরির সমগ্রীসহ কয়েকজনকে ধরা হয়েছে। আপনি সচেতন হউন এবং আপনার পাশের মানুষটিকে সচেতন করুন প্রতারণার নতুন কৌশল হতে রক্ষা পেতে। সবার জন্য শুভ কামনা রইলো যেখানেই থাকুন ভালো থাকুন, সর্বপরি নিরাপদে থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.