ঈদ এলেই বেড়ে যায় যানযটের তীব্রতা। ফলে ঈদ পূর্ববর্তী সাত দিন যোগাযোগ ব্যবস্থা একরকম সংকটের মাঝে পতিত হয়। এবার তার সাথে যোগ হলো সড়ক ব্যবস্থার বেহাল দশা।
বিগত বছরগুলোতে আমরা দেখেছি বাস, ট্রেন, লঞ্চ এমনকি ট্রাকে করেও মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে গিয়েছে। কিন্তু এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে।
কারনটা তারেক -মিশুকের সড়ক দূর্ঘটনায় নিহত হওয়া। তাই দেখা যাচ্ছে লঞ্চ কিংবা ট্রেনে ভীড় হলেও বাসে মোটে যানজট নেই। বাসে যাতায়াতের ক্ষেত্রে নেই কোন যাত্রীদের আগ্রহ।
এছাড়া আরেকটি কারন হলো লঞ্চ পানি পথ ও ট্রেনের স্পেশাল পথ থাকাতে নেই কোন বাড়তি ভীড়। ফলে সবাই এই দুটি পথকেই বেছে নিয়েছে।
তাছাড়া প্রতি বছরের আগায় গোড়ায় নৌ পথে ও ট্রেনে দূর্ঘটনা দেখা গেলেও সড়ক পথে তা হয় প্রতিনিয়ত।
যদিও পথগুলোতে এখনো গর্ত রয়েছে ম্যানহোলের মত।
তাই ভাবছি মানুষগুলো কি সচেতন নাকি ভীত???? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।