একজন জামাতের দালাল আমাকে খুর ক্রোধ ওপুলিশের পোশাক পরে নকল পুলিশের গাড়ি চুরি চলছেইকষ্টের সাথে বলল,ভাই এই জালিম সরকার নাস্তিক সরকার হেফাজতের অনেক কর্মীকে হত্যা করেছে
নগরবাসী সচেতন হোন!
শে খ আ নো য়া র
আপনি কি জানেন, এই ঢাকা শহরে কোন নির্দিষ্ট সময়ে ট্রাফিক জ্যাম বেশি থাকে? এ প্রশ্নের জবাবে কোন রকম না ভেবে চিন্তে আপনি বলে বসবেন, অফিস টাইমে ট্রাফিক জ্যাম থাকে সবচেয়ে বেশি। অথচ জেনে-শুনেও কিন্তু আমরা খুব বেশি জরুরি নয় এমন সব ব্যক্তিগত কাজ এই সময়ে সেরে ফেলার চেষ্টা করি।
সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত মতিঝিলের অফিসপাড়ায় অফিসগামী লোকদের ভিড় থাকে বেশি। এই সময়ে ট্রাফিক জ্যাম লাগাটা অস্বাভাবিক কিছু নয়। জরুরি নয় এমন সব ব্যক্তিগত কাজ সেরে ফেলতে হলে, দশটার পর থেকে চারটার আগ পর্যন্ত সময়টা বেছে নেয়া বুদ্ধিমানের কাজ হবে।
চারটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত অফিস পাড়া আবার সরগরম হয়ে ওঠে। চাকরীজীবীরা তখন বাড়ি ফিরতে শুরু করেন। সকালের মতো বিকেল থেকে সন্ধ্যের ওই সময়টা পর্যন্ত ট্রাফিক জ্যাম ল্য করা যায়।
আমরা সবাই অসচেতন হয়ে চলছি। ওভার ব্রিজ বা আন্ডারপাস থাকা সত্ত্বেও আড়াআড়িভাবে রাস্তা ক্রস করছি।
যানজট এবং জনজট, এ দুটো এড়ানোর জন্যই তো ওভার ব্রিজ ও আন্ডারপাসগুলো করা হয়েছে। ফার্মগেট, যাত্রাবাড়ি, সদরঘাট পুরানা পল্টন, হাটখোলা প্রভৃতি জায়গায় ওভার ব্রিজ রয়েছে। আন্ডারপাস রয়েছে গুলিস্তান, বাংলা মটর সহ কয়েকটি জায়গায়। কিন্তু আমরা কজনই বা এসব ব্যবহার করছি? ওভার ব্রিজ কিংবা আন্ডারপাস দিয়ে না গিয়ে আড়াআড়িভাবে রাস্তা পেরুলে হয়তো আমাদের কোন রকম শাস্তির সন্মুখীন হতে হচ্ছে না ঠিক। তবে আমাদের এরকম অসচেতনতার কারণেই কিন্তু অপ্রত্যাশিত অনেক দুর্ঘটনা ঘটছে।
রাস্তায় বেরুনোর সময় প্রথমে ডান দিকে, পরে বাম দিকে গাড়ির অবস্থান দেখে রাস্তা পার হোন। এছাড়া যাদের গাড়ি রয়েছে তারা কি ট্রাফিক আইন-কানুন সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল? অবশ্যই ট্রাফিক আইন মেনে চলূন। ট্রাফিক আইন ভাল করে জেনে তবেই রাস্তায় গাড়ি নামান। আপনি কি জানেন, কখন ফোন করলে বিল কম আসে? সাধারণত বিজি আওয়ারে টেলিফোন করলে যে বিল আসে তার চেয়ে কিছুট কম আসে ফ্রি আওয়ারে বা অফ পিক আওয়ারে টেলিফোন করলে। মোবাইল ফোন কোম্পানিগুলো রাত বারোটার পর থেকে সকাল আটটা পর্যন্ত অফ পিক আওয়ার ধরে থাকে।
টিএন্ডটি রাত দশটার পর থেকে সকাল আটটা পর্যন্ত অফ পিক আওয়ার হিসেব করে থাকে। সাধারণত এসময়টায় কম বিল সুবিধার পাশাপাশি লাইন পাওয়াও সহজ হয়। এসময় খুব জরুরি নয় এমন কথা সেরে ফেলতে পারেন। এরকম নানান কাজে আরও সচেতন হোন। সাবধান ও নিরাপদ থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।