আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে কৃষক ফ্রন্টের মানববন্ধন

মাঝে মাঝে মন নিয়ন্ত্রনহীন হতে চায়; কিন্তু...............

উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দ, সকল অনাহারী মানুষের খাদ্য ও কর্মহীন মানুষের কাজের নিশ্চয়তার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া জেলা সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে এক মানববন্ধন স্থানীয় সাতমাথায় আজ বিকাল ৫:০০ টায় অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সমন্বয়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু, কৃষক নেতা কৃষ্ণ কমল, রঞ্জন দে, সাইফুল ইসলাম সাফি, দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, বাজেটের কৃষি খাতে কৃষি ও কৃষকের অবদান বেশী হলেও স্বাধীনতার ৩৭ বছরে বিগত বাজেট গুলোতে কৃষি খাতকে গুরুত্বহীন করে দেখা হয়েছে। কৃষি ভূর্তকির নামে কৃষি ও কৃষকের সাথে প্রতারণা করা হয়েছে। বক্তারা আসন্ন বাজেটে উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবি জানান। সেই সাথে কৃষি এবং কৃষক রক্ষার আন্দোলন বেগবান করার জন্য দেশের সকল মানুষের প্রতি আহ্বান জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।