দুরে তুমি দাড়িয়ে
“ কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভুমিকা ঃ প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ ”
মুহম্মদ রফিকুন নবী
ভুমিকাঃ কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভুমিকা প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ শীর্ষক নিবন্ধ লিখতে গিয়ে প্রথমেই মনে পড়ে কুমিল্লার সেই প্রাণ-পুরুষ আখতার হামিদ খানের এঁর কথা। যিনি এ দেশের কৃষক-কৃষির জন্য অনেক কাজ করে গেছেন। জাতি তাঁর অবদানের কথা ভুলবেনা। তিনি ভি-এইড প্রোগ্রামের মাধ্যমে কৃষির জন্য কাজ করে গেছেন। সে সময়ের জাতীয় দৈনিক,স্থানীয় দৈনিক, বেতার, সীমিত টিভির প্রচারনা গ্রামের কৃষকের দোড় গোড়ায় নিয়ে গেছেন মিডিয়া,পত্রপত্রিকার মাধ্যমেই।
কাজী পেয়ারার আবিস্কারক কাজী আনোয়ার হোসেন। যিনি কাজী পেয়ারার উদ্ভাবন করে জাতিকে উপহার দিয়েছেন “ কাজী পেয়ারা“। যা আমরা গণমাধ্যমেই জানতে পেরেছি। পত্রপত্রিকা বা মিডিয়ার খবরের মাধ্যমেই আলুর বীজ টিশু কালচার, স্ট্রবেরি, নূতন কত ফল ফসলের কথা। বেকার যুবক নূতন নূতন ফল ফসল চাষ করে বেকারত্ব থেকে জীবন জীবিকার সন্ধান পাচ্ছেন মানুষ।
যুগেযুগে এদেশের কৃষির জন্য অনেক কৃষিবিজ্ঞানী নানাবিধ অবদান রেখে গেছেন এখনও সে ধারা অব্যাহত। যে গুলি পত্রপত্রিকা ,টিভি চ্যানেল সহ নানা গণমাধ্যমের মাধ্যমেই জাতিও অবহিত হয়েছে। সুখের কথা চ্যানেল আই এর কার্যক্রম বিশ্বের ৬টি মহাদেশে পৌঁছে গেছে। উল্লেখ্য চ্যানেল আই এর জনভাষ্য-২ বই এর মোড়ক উম্মোচনের পর চীন মৈত্রী বাংলাদশ সম্মেলন কেন্দ্রের সামনে আমন্ত্রিত এক বিদেশী কুটনীতিক উপস্থিত ছিলেন। তিনি বলেছেন বাংলাদেশের জনভাষ্য-২ এর ৬৯ জন নিবন্ধকার তাঁদের নিবন্ধে ক্ষাংলাদেশের কৃষক ও কৃষির জন্য তাঁদের মতামত বা কি পরামর্শ দিয়েছেন।
আর তার জন্য প্রয়োজন প্রকাশিত জনভাষ্য বইগুলি ইংরেজীতে অনুবাদ হওয়া দরকার বলে তিনি তাঁর মত ব্যক্ত করেছেন। বিদেশী কুটনীতিকের সাথে নিবন্ধকারও চ্যানেল আই এর সকল জনভাষ্য প্রকাশনা বই গুলো জরুরী ভিত্তিতে ইংরেজী ভাষায় অনুবাদ হওয়া দরকার বলে জানান। চ্যানেল আই এর সকল কার্যক্রমের সাথে সাথে সারা বিশ্বে প্রবাসী বাঙালীদের সাথে সাথে বিশ্ববাসীও ইংরেজী ভাষার মাধমে বাংলাদেশের কৃষি কার্যক্রম বিশ্বের ৬টি মহাদেশের মানুষের কাছে পৌঁছে যাবে দ্রুত। এব্যাপারে পত্রপত্রিকা মিডিয়ার তথা গণমাধ্যমের মাধ্যমের ভুমিকা অনস্বীকার্য। সেই সাথে জনভাষ্য-১.২,৩ ও অদুর ভবিষ্যতে প্রকাশিতব্য জনভাষ্যÑ৪ এর নির্বাচিত সকল নিবন্ধকারগণকেও মিডিয়া বা প্রচার মাধ্যমে এনে তাঁেদর সুচিন্তিত মতামত জাতির সামনে তুলে ধরার প্রক্রিয়া চ্যানেল আই কর্তৃপ সহ সকল মিডিয়াকে গ্রহন করতে হবে।
মিডিয়ার সাথে ওৎপ্রোত ভাবে জড়িত শাইখ সিরাজ ঃ প্রায় তিরিশটি বছর ধরে যে মানুষটি বিটিভির সাথে জড়িত থেকে দেশের কৃষি, মাটি ও মানুষ নিয়ে কাজ করে আসছেন। তিনি শাইখ সিরাজ। তিনি দেশের মাটি ও মানুষের কাছে তথা মানুষের হৃদয়ের কাছে পৌছে গেছেন। যাঁর অবদান এখন বিশ্ব স্বীকৃত। কৃষির নূতন কৌশল,নীতি নির্দ্ধারনী প্রচার প্রসারনায় যিনি পঞ্চমুখ।
বিটিভির “কৃষি দিবানিশি” চ্যানেল আই এর “হৃদয়ে মাটি ও মানুষ” “হৃদয়ে মাটি ও মানুষের ডাক” “ জাতীয় দৈনিক যুগান্তরে সাপ্তাহিক পরে পাকি কৃষি ও কৃষকের প্রতিবেদন, জাতীয় দৈনিক ইত্তেফাক “ মাটি ও মানুষের কৃষি পাতা “ যাঁর দিক নির্দেশনায় সম্পাদিত হয়। এসব যেনো কৃষি উন্নয়নে গণমাধ্যমে এক অভুতপূর্ব অবদান রেখে চলছে। কৃষির প্রত্যাশা ও প্রাপ্তি েেত্র নূতন মাত্রা যোগ করেছে। বিশ্ব ভালবাসা দিবসেও কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজকে দেখেছি ছুটে গেছেন তিনি প্রত্যন্ত অঞ্চলে গাঁয়ের মাটি ও মানুষের কাছে । মাটি ও ফসলের ভালবাসা ও পরিবার পরিজনের ভালবাসা যেনো একসূত্রে গাঁথা “ মাটি-ফল-ফসল- স্বীয় পরিজন- কৃষকের ভালবাসার ধন“ কৃষক বার বার প্রমাণ করলেন- বিশ্ব ভালবাসা দিবসে কৃষিব্যক্তিত্ব কৃষকদের সাথে আলাপচারিতার দৃশ্যই আবারো প্রমাণ করলেন “ কৃষকের অবিচ্ছেদ্য ভালবাসা।
শাইখ সিরাজ কৃষকদেরকে নানা ভাবে তুলে আনার চেষ্টা করছেন। কৃষিতে নোবেল দেয়া হলে-শাইখ সিরাজের কর্মকান্ডকে বিবেচনায় নেয়া হোক। শাইখ সিরাজের সাথে নিরন্তর পৃষ্ঠপোষকতা দিয়ে চ্যানেল আই এর সকল কার্যক্রমকে বেগবান করছেন চ্যানেল আই এর পরিচালক ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। চ্যানেল আই এর সকল অনুষ্ঠানকে সুনিপুন হাতে সাজিয়ে আরও প্রাণবন্ত করে কাজ করে করে যাচ্ছেন চ্যানেল আই এর পরিচিত মুখ বিশিষ্ট সাংবাদিক আদিত্য শাহিন, তৌফিক ও সংশ্লিষ্ট অন্যান্যরা । তারা একটি টিম ওয়ার্কের মাধ্যমেই চ্যানেল আইকে তুলে ধরছেন দেশ বিদেশে।
আদিত্য শাহিন সুন্দর কথা বলেছেন- গাছের গোড়ায় পানি না ঢেলে-গাছের পাতায় পানি ঢেলে লাভ কি ”? তিনি আরও বুঝাতে চাচ্ছেন- দেশের মাটি ও মানুষের কাছে গিয়েই-দেশ ও জাতির প্রকৃত কল্যান ও মংগল করা সম্ভব। কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভুমিকা প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণে ফরিদুর রেজা সাগর-শাইখ সিরাজ- আদিত্য শাহিন ও তৌফিক সহ চ্যানেল আই এর সকলের ভুমিকা স্মরনীয় হয়ে থাকবেন। পাতা-২বিশ্ব ভালবাসা দিবসে কৃষকের ভালবাসা ঃ ১৪ই ফেব্র“য়ারী-২০০৯ বিশ্ব ভালবাসা দিবসে শাইখ সিরাজ মাটি, ফসল, কৃষকের ভালবাসাকে যেনো তুলে আনার চেষ্টা করেছেন বার বার তিনি তাঁর বক্তব্যে। কিন্তু কৃষক তাঁদের ভালবাসায় মাটি,মানুষ-আর ফসলের কথাই বলেছেন- আমরা তাই ল্য করেছি। কৃষকের ভালবাসা তাঁদের পরিবার-পরিজনের মতই ভ্লাবাসেন ফল-ফসল-আর এ দেশের মাটিকে।
কি এক অবিচ্ছেদ্য ভালবাসা কত নিবিড়। কৃষকের ভালবাসা অকৃত্রিম। গনমাধ্যম টিভি চ্যানেল আই এর প্রতিবেদনে দেখেছি। শাইখ সিরাজ যেনো কৃষকদেরকে ফল-ফসল-আর মাটিকে মানুষের কাছ থেকে বার বার দুরে সরে নেয়ার কথা-“ কথার ছলে ” বললেও কৃষক যেনো তাঁদের ভালবাসা আরও উজার করে দিয়ে প্রমাণ করে দিয়েছেন তাঁদের “ মাটি ও ফসলের” ভালবাসাই তাঁদের প্রকৃত ভালবাসা। “ মাটির কাছে মানুষের কাছে” গ্রন্থঃ গত ৭ ফেব্রুয়ারী একুশে গ্রন্থ মেলায় মওলা ব্রাদার্স প্রকাশ করেছে “ মাটির কাছে মানুষের কাছে” বইতে কৃষকের নানা সমস্যা,সম্ভাবনা নিয়ে শাইখ সিরাজ লিখেছেন অনেক কথা।
যে বইটি গণ মাধ্যমে যোগ হলো আর এক মাত্রা। বইটিতে তিনি দেশের কৃষির হালচাল, কৃষির নানা কৌশল নিয়ে লিখেছেন। দেশ বিদেশের কৃষি ও কৃষকের নানা অভিজ্ঞতাকে সুন্দর ভাবে তুলে ধরেছেন। প্রান্তিক পর্যায়ে নানা শ্রেনীপেশার মানুষের সংগ্রাম চিত্র। দিনাজপুরের আদিম পেশা নির্ভর মানুষ গুলোর চালচিত্র, ধান খোলায় নারী শ্রমিকদের করুণ দুঃখগাথা জীবন কাহিনী তুলে ধরেছেন।
বইটিতে শাইখ সিরাজ ভুমি ব্যবস্থাপনা, কৃষি পরিবেশ, কৃষি বিপর্যয়ের করুন কাহিনী লিখেছেন। “ মাটির কাছে মানুষের কাছে” বইটি কৃষি ও কৃষকের বাস্তব চিত্র বই কি। কৃষক পর্যায়ে বইটি যেমন সমাদৃত । তেমনি দেশের কৃষির সাথে জড়িত নীতি নির্দ্ধারকদের কাছেও বইটি তেমন দরকারী তথ্যবহুল একটি গ্রন্থ।
পাড়ায় পাড়ায় কৃষি পাঠাগারও প্রশিণ কেন্দ্র চাই ঃ এ দেশের কৃষক ও কৃষিকে আরও এগিয়ে নিতে পাড়ায় পাড়ায় কৃষি পাঠাগার প্রতিষ্ঠা করা দরকার সরকারের প হতে।
নূতন কলা কৌশল, প্রযুক্তিকে দ্রুত কাজে লাগিয়ে কৃষির উন্নতির জন্য টেকসই পদ্ধতির প্রশিণ গ্রহন সহ কৃষির উপর লেখাপড়া করে জ্ঞানার্জন করা যেতে পারে। কৃষি উন্নয়নে কৃষি পাঠাগারের বিকল্প নেই।
বিটিভির কৃষি দিবনিশি ঃ কৃষি দিবানিশি নিয়মিত প্রচারের ফলে অনেক কৃষি বিষয়ক প্রতিবেদনের ফলে নূতন জাত, নূতন ফল ফসলের সন্ধান পাচ্ছেন গ্রামের কৃষক। কৃষি দিবানিশির প্রতিবেদন দেখে অনেক বেকার যুবক বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন। তারা ফল ফসলের বাগান করে সাবলম্বী হচ্ছেন।
জীবনে সাফল্যের মুখ দেখছেন। এ দিক থেকে মিডিয়ার সুফল স্বীকার করতেই হয়। মিডিয়ার প্রত্যাশা ও প্রাপ্তি যথেষ্ট। বিটিভির কৃষি দিবানিশি দর্শক ফোরাম গঠন করে কৃষক ও সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে।
হৃদয়ে মাটি ও মানুষের ডাক দর্শক ফোরাম চাই ঃ গ্রামাঞ্চলে ডিশ এনটিনা নাথাকায় “ হৃদয়ে মাটি ও মানুষ ” “ হৃদয়ে মাটি ও মানুষের ডাক” অনুষ্ঠান মূলতঃ গ্রামের দর্শক বঞ্চিত।
গ্রামে গ্রামে কৃষক সমিতি গঠন করে ডিশ এন্টিনা অথবা চ্যানেল আই এর সৌজন্যে বিটিভির মাধ্যমে গ্রামের সাধারন কৃষকের দোড় গোড়ায় “ হৃদয়ে মাটি ও মানুষ”, “ হৃদয়ে মাটি ও মানুষের ডাক” শাইখ সিরাজের নিরন্তর অনুষ্ঠানকে নিয়ে গিয়ে ও দর্শক ফোরাম গঠন করে কৃষক ও সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে।
বাংলা ভিশনের শ্যামল বাংলা ঃ চিরায়ত বাংলার রুপরস- গন্ধকে কে না ভালবাসে। আশার কথা দেশের অনেক টিভি চ্যানেলই এ দেশের কৃষকও কৃষিকে নিয়ে ভাবতে শুরু করেছেন। শস্য শ্যামল এ বাংলাকে নিয়ে বাংলাভিশনের শ্যামলবাংলা অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সারা দেশের কৃষির উন্নতি আর উন্নয়নে সকল পত্রপত্রিকা ও মিডিয়াকে আরও এগিয়ে আসতে হবে।
সকল জাতীয় দৈনিকে প্রতিদিন কলাম থাকবে কৃষকের কলাম ঃ জাতীয় পত্রপত্রিকার সব গুলিতেই কম বেশী এদেশের কৃষক ও কৃষির কথা উঠে আসছে। আরও বেশী বেশী লিখতে হবে কৃষি কলাম। এ েেত্র পত্রপত্রিকা ও মিডিয়ার মাধ্যমে দেশ ও জাতির প্রাপ্তি ঘটেছে এটা স্বীকার করতেই হবে। ফুল ফসলে-সবজী বাগানে ভরিয়ে দিতে হবে সকল আবাদী পতিত জমিকে। কৃষক সমিতিতে অর্ধমূল্যে ইত্তেফাক,যুগান্তর, প্রকাশিতব্য নবযুগ জাতীয় পত্রিকা দেয়া হোক।
পাতা-৩প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ ঃ
জনভাষ্য-২ ও ৩ এর কিছু কথা যা কৃষি উন্নয়নে গণমাধ্যমের প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণে এক বিরাট যোগসূত্রঃ
## ১৯৯৯ সাল থেকে শুভনে শুরু হয় চ্যানেল আই এর পথচলা। দেশ-বিদেশ চষে বেড়াচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষকের হৃদয়ের কাছের মানুষ কৃষিব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি তাঁর চ্যানেল আই এর “ হৃদয়ে মাটি ও মানুষ”, “হৃদয়ে মাটি ও মানুষের ডাক”, বিটিভির “কৃষি দিবানিশি” অনুষ্ঠানের প্রতিবেদন। ইত্তেফাকের “কৃষিপাতায়” ধারাবাহিক প্রতিবেদন-মন্তব্য কলাম কৃষক ও কৃষির জন্য মাইল ফলক।
## উত্তরাঞ্চলে মংগাপীড়িত এলাকায় খাদ্য চাহিদা মেটাতে কাসাবার চাষ প্রতিবেদন, চ্যানেল আই তথা শাইখ সিরাজ এঁর প থেকে বাংলাদেশ সরকারের কাছে দাখিলকৃত সুপারিশমালা কৃষি ও কৃষকের জন্য খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তার কথা জোর দিয়ে বলেছেন।
চ্যানেল আই মিডিয়ার মাধ্যমেই জাতি জেনেছে এসব তথ্য।
## কৃষি বিভাগের উদ্ভাবিত হাইব্রিড ব্রি-৪০ ও ব্রি-৪১ লবনাক্ততা ও সহনশীল জাত ধান উৎপাদন কৌশলে ও খাদ্য নিরাপত্তা বিধানে বড় অর্জন। এসব গুলো মিডিয়া থেকেই প্রাপ্ত।
## চ্যানেল আই এর জনভাষ্য-১,২,৩ এ প্রকাশিত নিবন্ধ গুলি এদেশের কৃষি ও কৃষকদের ভাবনার ফসল ও খাদ্য নিরাপত্তার দিক নির্দেশনা। জনভাষ্য-১,২,৩ ও অদুর ভবিষ্যতে জনভাষ্য-৪ প্রকাশিত সেরা নিবন্ধ গুলো নিয়ে চ্যানেল আইতে ধারাবাহিক প্রচারনা/নিবন্ধকারদের সাাৎকার প্রচার করা হলে জাতির সামনে মিডিয়ার ভুমিকা আরও প্রানবন্ত হবে।
## আগামীতে চ্যানেল আই এর প্রকাশিতব্য জনভাষ্য-৪ এ নিবন্ধকারদের উপস্থাপিত নিবন্ধ গুলি জাতীয় খাদ্য নিরাপত্তা বিধানে সম্যক ধারনা দিবে বলে আমার বিশ্বাস। জাতীয় খাদ্য নিরাপত্তা বিধানে নিবন্ধ গুলো হবে এক মাইল ফলক।
## বর্তমানের সংবাদের সাথে চ্যানেল আই এর কৃষি সংবাদের মিউজিক হৃদয়গ্রাহী ও শ্র“তিমধুর। সংবাদের মাঝেই “ কৃষি সংবাদকে সাধুবাদ।
## কৃষি েেত্র এশিয়ার সেরা অনুশীলন গুলি তুলে ধরে প্রচার করে থাকে গণমাধ্যম চ্যানেল আই।
কর্মসংস্থান বিষয়ক প্রতিষ্ঠান প্যাসোনা-২ এর ভিন্নধর্মী কৃষি অনুশীলনের ওপর প্রতিবেদন। ভূ-পৃষ্ঠের ৩০ ফুট নীচে কৃষি আবাদের ধারনা শুধু বাংলাদেশ নয় এশিয়ার অনেক দেশেরই ধারনা ছিলনা। যা আমরা চ্যানেল আই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।
## চ্যানেল আই এর প্রতিদেনে মাটির নীচে পানিতে টমেটো চাষ চিত্র প্রতিবেদন আমাদেরকে অভিভুত করেছে।
## ২০০৪ সালের ২১শে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যাত্রা শুরু করে সমকালীন কৃষি অর্থনীতির েেত্র তথ্যভিত্তিক প্রচারের পথিকৃত শাইখ সিরাজ সুদীর্ঘ ১৫ বছরের বিটিভি মিডিয়া “ মাটি ও মানুষ ” অনুষ্ঠান আমাদেরকে অনুপ্রানিত ও উদ্বেলিত করেছে।
## চাঁপাইনবাবগজ্ঞের বৃপ্রেমিক কার্তিক প্রামানিক, ঝিনাইদহের হরিধান আবিস্কারক হরিপদকাপালী, খুলনার ফলতিতার চিংড়ী চাষী কেরামত আলী, পাবনার পেঁপে বাদশা সহ সারা দেশের প্রান্তিক চাষীদের কতনা খবর আমাদেরকে অনুপ্রানিত করেছে।
## আফাজ উদ্দিনের বয়স যখন ২০ বছর তখন ঢাকার আবাস ছেড়ে নাটোরে এসে আবাস গড়েন আফাজ উদ্দিন। নাটোরের খোলাবাড়িয়া গ্রামের আফাজ উদ্দিনকে এক নামে সকলেই চেনেন আফাজ পাগলা নামে। মাথায় বাবড়ী ঝাকড়া চুল। আফাজ উদ্দিনের পথ ধরে বদলে গেছে নাটোরের খোলাবাড়য়া গ্রামে চিত্র।
ঔষধি গাছ লাগিয়ে ৫ হাজার মানুষের জীবন জীবিকার চিত্রই যেনে পাল্টে গেছে। খোলাবাড়িয়ার আফাজ উদ্দিনকে সবাই এখন গুরু বলে ডাকে। নাটোরের খোলাবাড়িয়া গ্রাম থেকে প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকার ভেষজ যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। চ্যানেল আই এর শাইখ সিরাজ প্রতিবারের ন্যায় এবারও এই সৃজনশীল একজন আফাজ উদ্দিনকে তুলে আনলেন । আর চ্যানেল আই তাঁকে পুরস্কৃত করে গুনী মানুষের কাতারে তাঁর নাম ঘোষনা করলেন মিডিয়ার মাধ্যমেই।
## পানার দামের উপর সবজীচাষ, মৌমাছি পালন, আপেলকুলচাষ, লিফকালার চার্ট, ড্রাম সিডার, হাইব্রিড,সুপার হাইব্রিড ধানচাষ সব কিছুই চ্যানেল আই মিডিয়ার মাধ্যমেই দেশ ও জাতি জানছে। কৃষক ও কৃষির অনেক প্রত্যাশা পূরণে বিরাট সহায়ক ভুমিকা পালন করছে।
পাতা-৪
## ২১শে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চ্যানেল আই এর সরাসরি প্রচারিত এক অনুষ্ঠানের মাধমে জানা গেল শাইখ সিরাজ এদশের কৃষক ও কৃষিকে নিয়ে চলচিত্র নির্মানের কথা ভাবছেন। বিশিষ্ট অভিনেতা ফারুক বিষয়টিকে গুরত্বের সাথে অনুধাবন করেছেন। অভিনেতা ফারুক এর মতে যা হবে কৃষির জন্য ডকুমেন্টারী ও কার্যকরী একটি ভুমিকা।
এদেশের কৃষক ও কৃষির জন্য যা হবে আর এক মাইলফলক।
## অদুর ভবিষ্যতে প্রকাশিতব্য “ নবযুগ ” পত্রিকার সংশ্লিষ্ট কর্তা ব্যক্তির কাছ থেকেও আমরা তাঁর অভিব্যক্তি জানতে পেরেছি। তিনি তাঁর পত্রিকার মাধ্যমে এদশের কৃষক ও কৃষিকে তিনি কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। সেই সাথে তিনি ২৪ ঘন্টার জন্য এদশের কৃষক ও কৃষিকে নিয়ে একটি মিডিয়া চ্যানেলের দাবী করেন।
## চ্যানেল আইতে প্রকাশিত শাইখ সিরাজ এর ভুমিহীনদের আলেখ্যান সব কিছুকে হার মানিয়েছে।
একজন ভূমিহীন জানান তাঁরা বংশ পরস্পরায় নদী ভাংগার কারনে ১০০ বার নূতন ঘর বেধেছেন। অরুণ তালুকদার বংশ পরস্পরায় ৪০ বছর ধরে ভুমি মামলায় সর্বশান্ত হয়ে পথে বসেছেন। হাজারো ভুমিহীনদের কাহিনী সেই বর্বর যুগকে হার মানিয়েছে। শাইখ সিরাজের ফার্মারর্স ফাইল চলচিত্রের কাহিনী হয়ে চলচিত্র হোক। হোক ডকুমেন্টরী কৃষকের করুণ কাহিনীর ফাইল।
ফার্মারর্স ফাইল প্রতিবেদন এদেশের ভুমি কৃষক ও কৃষির করুণ কাহিনীর বাস্তব চিত্র। কৃষি ও কৃষকের সফলতার সাথে পাশ্পাাশি ভূমিহীনদের আলেখ্যানুষ্ঠান জাতির সামনে তুলে ধরে সরকারের প থেকে বিহিত করা জরুরী বলে নিবন্ধকার মনে করে। উক্ত অনুষ্ঠানের মাধ্যমেই আমরা আরও জানতে পারি খোদ শাইখ সিরাজও ভুমিদস্যুদের কারনে পিতার ক্রয় করা জমি উদ্ধার করতে আহত হয়ে হাসপাতালে ছিলেন। সেখানে সারা দেশের ভমিহীনদের ভুমিহীন হওয়ার আসল কারন শুধু নদী ভাংগন নয়। ভুমি দস্যুদের কারনে অনেক ভুমিহীন হয়েছে।
ফার্মার্স ফাইল কৃষক ও কৃষির জন্য অনবদ্য ডকুমেন্ট।
উপসংহার ঃ- বেশী না বলে অল্প কথায় শেষ করতে চাই। কৃষি উন্নয়নে গণমাধ্যমের প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণে মিডিয়ার ভুমিকা অনসীকার্য সে এক বিরাট যোগসূত্র । শাইখ সিরাজ তথা চ্যানেল আই এর সাথে সুর মিলায়ে বলতে চাই- তৃণমূল থেকে সরকারের সকল স্তরে ধ্বনিত হোক কৃষকের অধিকারের কথা, বাংলাদেশের কৃষি উন্নয়নের কথা। বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ আবুল বারাকাতের দেয়া তথ্য মোতাবেক ১ কোটি ভুমিহীন পরিবারকে- সরকারী হিসেবে ২কোটি বিঘা সরকারী খাস জমি বন্টন করলেও সব ভূমিহীন পরিবার ২ বিঘে জমি পাবে।
২৫ লাখ ভুমি মামলা দ্রুত নিস্পত্তি করে ভূমি মামলার আলেখ্যান দ্রুত কমিয়ে আনতে হবে। ভুমি দস্যুদের হাত থেকে ভূমিহীনদের বাঁচাতে হবে। শাইখ সিরাজের ফামার্স ফাইল সকল মিডিয়া পত্র পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রচার প্রকাশনা করতে হবে। দেশ বিদেশের সকল মিডিয়ায় প্রচার করে জনমত সৃষ্টির মাধ্যমে আরও সোচ্চার হতে হবে।
কবির কথায়- “সব সাধকের বড় সাধক -আমার দেশের চাষা” কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভুমিকা প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ চ্যানেল আই এর শাইখ সিরাজ সহ সকল পত্রপত্রিকা মিডিয়াকে জানাই আন্তরিক মোবারকবাদ জনভাষ্য-২ এর লেখক মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের উদ্ধৃতি দিয়ে লেখায় ইতি টানতে চাই, প্রসংগ কথায় - শাইখ সিরাজকে তিনি যে ভাবে দেখেছেন তা এই--বাংলার হাজারো কৃষক যখন সমস্যায় ব্যাকুল-তুমি দিয়েছো তাদের সমাধানের ফুল,কর্মের পথ ছিল যাদের অজানাতাদের দিয়েছো তুমি কর্মের ঠিকানা ।
।
(মুহাম্মদ রফিকুন নবী )৩য় সেমিষ্টার,রোল নং-কম-০৯/এ,বাংলাদেশ ইনষ্টিটিউট ইনফরমেশন অব টেকনোলজি (বিট), (মফিজ পাগলার মোড়), বগুড়া। মোবাইল ঃ ০১৭১৭-৪৫১৫৭৯।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।