আমাদের কথা খুঁজে নিন

   

নারী উন্নয়ন।



বাঁচার তাগিদে থাকিও না নিঁদে, বিশ্ব নারীর দল। উন্নতি কর, সোজা পথ ধর, করিও না টল-মল। প্রতি বাদ কর, রাজ পথ ধর। থাকিও না নিঁদে আর। বিশ্বব্যাপি হতে চাও যদি, নৌকার ধর দাঁড়।

মাঝিদের মত নারীরাও যেন, নৌকার ধরিও হাল। স্রোতের সাথে, পিছাবে না যাতে, তুলে দে তোরা তোদের পাল নিশান উড়াবে, কেউ তাল বাজাবে, বিশাল নারীরা মিলে। সমাজের সাথে, যাবে তোরা মিশে, মরিও না তিঁলে তিঁল্ে‌ ওদের মতে, পারিবে না হতে, নারীরা বিশ্বব্যাপি, স্বামীর দেবত্বা গুরুর ভক্ততা, সারক্ষণ যাবে যপি। নারীর উন্নতি পাবেকি সম্মতি? সমাজে পাবে কি ঠাঁই? অবলা যাতি বলে,ধোঁকে ধোঁকে যাবে জলে। নারীর উন্নতি কি নাই? হবে হবে উন্নতি,হয় যদি প্রগতি।

সমাজে থাকলে বাণী, তবেই তো পাবে দাম,আর হবে না অপমান। হতে হবে সমাজের অদ্ধাঙ্গীনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.