বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
World Prout Assembly- এর ওয়েবপেজটা বেশ আগ্রহের সাথে দেখছিলাম। উন্নয়ন নিয়ে তারা অনেক কথাই বলছে। ওয়েবপেজটি অর্থনীতির নতুন শ্লোগান বেশ আকর্ষণীয়ভাবে উপস্থাপনা করেছে: "জনগণের অর্থনীতি হচ্ছে জনগণের জন্য যার বিকাশ ঘটছে জনগণের দ্বারা। তাই অর্থনীতির স্বত্বাধিকারী সেই জনগণের কাছে অর্থনীতিকে ফিরিয়ে দাও"। অর্থনীতির এতো সরলীকরণ ও শ্রেণী অবমুক্ত শ্লোগান দেখে মনে হয় অর্থনীতির সকল উপযোগিতা ও সুযোগ-সুবিধার একরৈখিক ও সুষম বন্টনের জন্য স্বার্থবাদী ও শোষক শক্তির সমাধি পাদদেশে অঙ্কুরিত হয়েছে নতুন এক সমাজ ব্যবস্থা। টমাস মুরের ইউটোপিয়ার একনিষ্ঠ পাঠক হিসেবে এই নতুন ওয়েবপেজটি বিস্মৃত নস্টালজিয়াকে আবার জাগিয়ে দিল। ইকো ডেমোক্রেসী, নিও হিউম্যানিজম আর কোঅপারেটিভস্ বলে সমাজ পরিবর্তনের ভাবনায় ভাসিয়ে দিয়ে হয়তো আরও কিছুদিন মানুষকে মোহগ্রস্ত করে রাখা যাবে। গণতন্ত্রের শ্ল্লোগান বিক্রি করে ক্ষমতারোহণের জন্য দূনর্ীতিগ্রস্থ রাজনীতিবিদদের কৌশলী অস্ত্রের কাছে অন্তরীণ অসহায় মানুষ পরিবর্তনের আজন্ম স্বপ্ন বুকে ধারণ করে নতুন সকালের অপেক্ষায় থাকে। তাদের জীবন কাহিনী যতোটা বেদনাদায়ক ততোটাই অসমাপ্ত।
[link|http://www.worldproutassembly.org/|c
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।