আমাদের কথা খুঁজে নিন

   

নতুন জেলা আহবায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংবাদ

আমাকে সবাই ভালবাসা বলে ডাকে

নতুন জেলা আহবায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংবাদ সম্মেলন ও সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছে কমিটিতে স্থান না পাওয়া বিএনপি নেতাকর্মী ও তাদের সমর্থকরা। জামালপুরে দুই গ্রুপে সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। বুধবার বিকেলে, ঘোষিত কমিটির আহবায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিকের সমর্থকরা আনন্দ মিছিল বের করে। অন্যদিকে তমালতলায় প্রতিবাদ সমাবেশ করে জেলা বিএনপির বিগত কমিটির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের সমর্থকরা। আনন্দ মিছিলটি তমালতলা পার হওয়ার সময় দুই পক্ষে বেধে যায় সংঘর্ষ।

এতে আহত হয় ১০ জন। বরিশালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান বিদ্রোহীরা। নতুন কমিটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার বিক্ষুব্ধ বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের কর্মীরা। সমাবেশের পর বিক্ষুব্ধ কর্মিরা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের কুশপুত্তলিকা দাহ করে। দুপুরে প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।

চুয়াডাঙ্গায় জেলা বিএনপি নেতা মোজাম্মেল হক ও আসাদুল হাবিব দুদুর কুশপুত্তিলকা দাহ করেছে দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এছাড়াও কমিটি নিয়ে রাজবাড়ী, কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে বঞ্চিত নেতারা অসন্তোষ প্রকাশ করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.