আমাদের কথা খুঁজে নিন

   

একাদশ শ্রেণীতে পড়তে খরচ মাসে ১৮৫০০ টাকা মাত্র।

আমার এই পথ চাওয়াতেই আনন্দ............

আমার এক ভাইকে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ক্যামব্রিয়ান কলেজ এ যোগাযোগ করে তো মাথায় হাত! ১০০০০(দশ হাজার) টাকা মাসিক বেতন+ হোস্টেলে থাকলে মাসে আরো ৬,৫০০ টাকা। আর ভর্তির সময় দিতে হবে অতিরিক্ত আরো ৩০ হাজার। মানে প্রতি মাসে গড়ে খরচ ১৮,৫০০ মাত্র। এতোক্ষণে বুঝলাম, খবরের কাগজে ও টিভি চ্যানেলে বড় বড় বিজ্ঞাপণের রহস্য। টিভি তে তো দেখি অনুষ্ঠানের স্লট ভাড়া করে এরা পড়্গ্রাম দেখায়।

আর বিজ্ঞাপণের ভাষাও খুব আকর্ষণীয়- ক্যাম্ব্রিয়ানের কোন ছাত্রকে প্রাইভেত পড়তে হয় না, সব শিক্ষা উপকরণ বিনামূল্য দেয়া হয়। এই হলো বিনামুল্যের নমুনা। আর কলেজ যদি এতোই ভালো হয় তাহলে তো আর সাবান-শ্যাম্পুর মতন সারাদিন এত প্রচার লাগে না। কলেজ ব্যাবসা বোধ করি ভালই জমছে এসব ভিসা ও কোচিং ব্যবসায়ীদের। ক্যামব্রিয়ান তো ভিন্ন নামে তিনটা কলেজ খুলেছে ইতোমধ্যে।

ভিসা ফাউনডেশন নামের আরেক ব্যাবসায়ী খুলছে কুইন্স কলেজ। তাদেরও বিজ্ঞাপনের ভাষা একইরকম। বাংলাদেশের ইংরাজী ভাষা শিক্ষার আবিস্কারক(স্বঘোষিত) এফএম মিয়াও বানাইছে এফ এম কলেজ। আগে ওরা অনানুষ্ঠানিকভাবে(ভিসা, কোচিং ইত্যাদি) মানুষকে প্রতারিত করতো, এখন শুরু করছে আনুষ্ঠানিক ভাবে(স্কুল, কলেজ) প্রতারনা করা। পুনশ্চঃ প্রতারকদের গুরু 'সাইফুরস' শীঘ্রই একটা কলেজ বা আইবিএ খুলবে আশা করছি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.