আমাদের কথা খুঁজে নিন

   

গর্জে ওঠো একাদশ!

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

তোমাদের সূর্যের মত জ্বলতে দেখেছি,
তোমাদের চোখে বৃষ্টি ঝরতে দেখেছি...
কখনও যখন কেউ চিনতো না আমাদের
তোমরাই জানিয়েছিলে এই পতাকা বাংলাদেশের!
সেরাদের শীর্ষে লেখা হয়েছে তোমাদের নাম,
সারা পৃথিবীতে তোমরাই উড়িয়েছ বাংলার বিজয় নিশান।
তোমারা এগিয়ে যাও, স্বগর্বে গর্জাও...
কিংবা আছাড় খেয়ে পড়ে যাও!
আমরা আছি... তোমাদের সেই মাঠে,
তোমরা আছো... আমাদের হৃদয়ে!
আবার উঠে দাড়াও, হুংকার দাও...
ওড়াও পতাকা গৌরবের।
আমরা থাকবো... বাউন্ডারির সীমানার বাইরে,
শুধু তোমাদের জন্য...
পতাকা তুলে ধরতে, এক সাথে গর্জে উঠতে...
ওই চকচকে ট্রফি আমাদের সম্পদ না... তোমরা আমাদের সম্পদ!
তোমরাই আমাদের সত্যিকার সম্পদ......
-------------------------------------------------
"গর্জে ওঠো একাদশ!"
রায়ান ঋদ্ধ
মঙ্গলবার, রাত ১০:২৫
৪ মার্চ, ২০১৪
--------------------------------------------------
কি জন্য বা কাদের জন্য লেখা তা তো আজ আর বলার প্রয়োজন নাই... এরাই আমাদের প্রকৃত সম্পদ, আজ জিতি নি, কষ্ট নাই। আমরা অনেক ভালো খেলছি, অনেক প্রতিযোগিতা মূলক খেলছি। এইটা আমাদের অনেক বড় পাওনা।

আলোকিত হবে বাংলাদেশ,
কাণ্ডারি হব আমরা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।