আমাদের কথা খুঁজে নিন

   

মমতাজের কিছু প্রিয় গান (রিপোষ্ট)

এডিট করুন

আমার প্রিয় শিল্পীদের একজন মমতাজ। তার গাওয়া আমার কিছু প্রিয় গানের প্রথম লাইনঃ ০)আগে যদি জানতাম রে বন্ধু(মনপুরা), ১)ওলো প্রাণ সই, বন্ধুর পীরিত যেন গোয়ালের টক দই, ২)যৌবন একটা গোললিফ সিগারেট, ৩)বুকটা ফাইট্টা যায়, ৪)আয় ল যাইগা, মিলে মিশে খাইগা, ৫)তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে যামু রে ভাতিজার মামু, ৬)আমার ঘুম ভাঙ্গাইয়া গেলরে মরার কোকিলে, ৭)দুপুরবেলা কেন একেলা গেলাম ঘাটে নাইতে, ৮)প্রেম করাটা একটা ঝামেলা, ৯)আগুন আগুন আগুন লাগছে আমার গায়, ১০)আমি করতে যদি পারি তোমার মন চুরি, হবে আমার ভালবাসার সেঞ্চুরী। আমি নির্বিশেষে সকল শিল্পীর গান নির্বিচারে শ্রবণ করিয়া থাকি। ৬ নং গানটা ছাড়া বাকীগুলির লিঙ্ক দেয়া হল। পুরা সিডি কোয়ালিটি ভিডিও।

অনেক কষ্ট কইরা আপলোড করছি। মনপুরার গানটা অন্য ওয়েবসাইট থিকা ডাউনলোড দিছি। আমার আগের পোষ্টের শুভানুধ্যায়ীদের অনেক অনেক ধন্যবাদ। ০ নং (এম পি থ্রী এবং এফ এল ভি) http://drop.io/momotajmonpura# ১ ও ৭ নং http://drop.io/vtkmouf# ২ ও ৫ নং http://drop.io/momotaj25# ৮ ও ৯ নং http://drop.io/momotaj89# ৪ ও ৩ নং http://drop.io/momotaj43# ১০ নং http://drop.io/momotaj10# আরেকটি অনুরোধের লিংক। "নান্টু ঘটকের কথা শুইনা" গানটা এখানে পাবেন।

এম পি ৩ এবং এম পি ৪ দুইটাই আছে। http://drop.io/nantughotok#

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.