আমাদের কথা খুঁজে নিন

   

মমতাজের মহৎ উদ্যোগ

শিল্পীদের জন্য একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে এ দেশের শিল্পীরা অনেকটাই অবহেলিত। এ নিয়ে খোদ শিল্পীরাই মাঝেমধ্যে দুঃখ প্রকাশ করে থাকেন। সরকারিভাবে দুস্থ ও অসহায় শিল্পীদের সাহায্য করার জন্য এরই মধ্যে একটি কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। তবে এটি খুব একটা কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।

জানা গেছে, শিল্পীদের উদ্যোগেই গঠন করা হচ্ছে আরেকটি কল্যাণ ট্রাস্ট। এর অর্থ জোগানদাতা হবেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্পীরা। এ প্রসঙ্গে মমতাজ বলেন, 'আমাদের বিপদ-আপদে অন্যের দ্বারে আমাদের ছুটতে হয়। এটা কেন? আমরা চাইলেই আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে পারি। সে ক্ষেত্রে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ হওয়া।

গত বছর এমন একটি উদ্যোগ নিয়েছিলাম। অনেকের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছি। তবে নানা জটিলতার কারণে কাজটি সম্পন্ন হয়নি। দেশের রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে আবারও সেই উদ্যোগটি নেব। সপ্তাহ খানেক আগেও এ নিয়ে কয়েকজন শিল্পীর সঙ্গে আমার কথা হয়েছে।

তারা আমার সঙ্গে একমত পোষণ করেছেন। '

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.