আমাদের কথা খুঁজে নিন

   

ভেজাল বিষয়ক মহাকাব্য

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
গরুর মাংসে ভীষন ভেজাল, ভেজাল হাঁস ও মুরগীতে, ‍"ওই ঘি-ওয়ালা, কি ঘি বেচস, আসল ভেজাল তর ঘি তে। " জ্বাল দিলে ডাল সিদ্ধ হয়না, চালের মধ্যে পাথর, এই জমানার ভেজাল দেখে সব বুড়ারা কাতর। বুড়ারা কয় "কি দিন ছিল আইজকা কি দিন আইলো, আসল নামের পোলারে মোর নকল পোলায় খাইলো। " খাবার জিনিস সবই ভেজাল, ভেজাল শাক ও সবজিতে, যে থামাবে এসব ভেজাল, ভেজাল তাহার কবজিতে। স্কুল কলেজের শিক্ষা ভেজাল, ভেজাল কাগজ কলমে জীবনের শেষ চিকিৎসা আর‍ ভেজাল বিচ্ছু মলমে।

রোগ নিরাময়, রোগ নির্ণয়, ভেজাল ওষুধ, ডাক্তারে মরার আগে রোগীতে কয়, "মাইরা মরুম ডাক তারে। " জুতা-মোজা, গেন্জি-টুপি, ভেজাল কাপড় চোপরে, বেচার সময় নকলটা দেয়, কিন্তু আসল শো করে। ভেজাল ঘরের আসবাবপত্রে, ভেজাল টিভি ফ্রিজেও, যখন তখন ভাইঙ্গা পরে ভেজাল ওভার ব্রিজেও। গাড়ি ঘোড়া যাতায়াতে ভেজাল অতি মাত্রাতে, জলপথে, স্থলপথে কিংবা বিদেশ যাত্রাতে। প্রেম-পিরীতি, তা-ও ভেজাল, ভেজাল এখন বিয়েতে "একটা ছাড়ুম, একটা ধরুম,ভেজাল আবার কি এতে?" অফিসটাতে কাজের ভেজাল, চাকরি ক্ষেত্রে দূর্নীতি।

এই জমানায় যে যাই বলুক, লোক ঠকানোই মূলনীতি। ভেজাল এখন সংগীতে, নাই সুর-লয়-তাল-ছন্দ, আসল গান আর নকল গানের মধ্যে দ্বিধা-দন্দ্ব। চলচিত্রের অশ্লীলতা এবং ভেজাল রোধে- কোন লাভ নাই, আসল ভেজাল, জাতির বিবেক বোধে। ভেজাল রোধে ভেজাল কানুন পাশ করেছে আইনে, "দাদা আমায় ভেজালটা দিন, আসলটা আর চাইনে। "
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।