বন্ধুভাবাপন্ন
তুই যদি আজ চাইতে পারিস, সূর্যটা হোক চাঁদ,
চাঁদ বানাবো সূর্যটাকে, জোসনা দেব ভাগ।
চাস যদি এই গরম পালাক, মৃদু হাওয়ার পরশ,
ত্যাজ্য করবো গরমটাকে, আনবো শীতল বরষ।
সাহস নিয়ে দ্যাখ না চেয়ে ট্রাফিক জ্যামের শ্রাদ্ধ;
ইশারা এক দেব এমন জট খুলতে বাধ্য।
মুঠোফোনের খরচ কমুক, চাস যদি তা-ই বল;
রেট কমবে, ভ্যাট কমবে, দেখবি আমার ছল।
চাইতে পারিস ফ্ল্যাটের সামনে বইতে থাকুক নদী,
চাইলে পরে দেব তা-ও, দিগন্ত অবধি।
সাহস করে চাইতে হবে, চাইতে পারবি তুই?
চাওয়ার মতো বড়ো তেমন মন পাবি তুই কই?
হয়তো এখন বসবি চেয়ে আমার মনটাকেই,
স্যরি রে জান, পারবোনা রে, এক্সট্রা আমার নেই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।