কিছুই লেখার নাই। ।
আমি......
যখন কবিতা লিখি,
না, আমিতো কবিতা লিখি না।
আসলে, যখন আমি লিখি,
তখন......
কবিতাই আমাকে লেখে।
হ্যা, সত্যিই কবিতাই আসলে আমাকে লেখে।
আমার বর্তমান, অতীত, ভবিষ্যত,
আমার স্বপ্ন, বিচার, বিশ্লেষণ,
আমার কষ্ট, আনন্দ, সুখ,
আমার জীবন, শরীর, মস্তিষ্ক,
আমার আশা, আকাঙ্খা, কল্পনা,
এমনকি, আমার কবিতাও...,
সেটাও তো আমি লিখতে পারি না।
শালার কবিতা,
আমাকে কিছুই লিখতে দেয় না
এই কবিতা কিন্তু আমার লেখা না। মাহফুজ ইসলামের লেখা। উনি একজন নামজাদা কবি। উনার কবিতা আমার খুবিই ভালো লাগে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।