ফান e গল্প। ১৩৫টি গল্প, ১৩৫ স্বাদের, ১৩৫ রকম হাসির। প্রচ্ছদ : আহসান হাবীব। পাওয়া যাবে : ঐতিহ্য (স্টল নং : ১৬৬-৬৭-৬৮) ও উন্মাদ (স্টল নং : ৫৬৪-৬৫) প্রকাশনীতে।
বাসার কম্পুটারডা লইয়া
ফ্যাসাদে পইড়া গেছি রে ভাই...
আজ মনিটর নষ্ট তো
কাইল মাথা নষ্ট।
পরশু মনিটরের যোগাড়যন্ত হইছে তো
তরশু সি্পিউর যন্ত্র শ্যাষ!
মাউস পাই তো
কী বোর্ডে শকতি (পাওয়ার) আসে না।
যখন সবই ঠিক হইয়াছে, নড়বড়ে ঠিকঠাক
বিছানায় শুইয়া, চায়ের বাটিতে চুমুক দিয়া...
গান শুনিবাম...
মনে এই ইচ্ছা পোষন করিয়া...
গান ছাড়িলাম কিন্তু
গুন গুন শব্দে যে গান বাতাসে ভাসে তাহা
অবাক হইয়া দেখি,
আমার মুখ থেইকা নি:সৃত হইতাছে!
হায় খুদা...
সাউন্ড বক্স নষ্ট!
ব্লগার ভাইয়োবোনরা,
জরুরি ভিততিতে আমার এক পাটি সাউন্ড চাই...
না না সাউন্ড বক্স চাই।
কারো কাছে থাকলে
অথবা কেউ সরবরাহ করতে পারলে
সাউন্ড (আওয়াজ) দ্যান।
পিলিজ!!
আমি গান শুনিবাম!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।