মাঝে মাঝে মন নিয়ন্ত্রনহীন হতে চায়; কিন্তু...............
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সার্বিক তত্ত্বাবধানে প্রগতিশীল চিকিৎসক ফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ উদ্যোগে আজ ৪ জুন প্রগতিশীল চিকিৎসক ফোরাম এর আহ্বায়ক ডাঃ মুজিবুল হক আরজু ও ডাঃ রতœা বৈষ্ণব তনুর নেতৃত্বে একটি মেডিকেল টিম খুলনার দাকোপে দুর্গত মানুষের মধ্যে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করেন। ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পদাক জনার্দন দত্ত নান্টু, খুলনা জেলা বাসদ নেতা প্রলয় মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ডাঃ সমর পন্ডিত ও ডাঃ পলাশ সরকারের নেতৃত্বে অপর একটি মেডিকেল টিম সাতক্ষীরার আশাশুনি উপজেলার দুর্গতদের চিকিৎসা সেবা প্রদান করে। এ সময় বাসদ সাতক্ষীরা জেলার সমন্বয়ক নিত্যানন্দ সরকার, প্রকাশ চন্দ্র মন্ডল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতা সাজু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রগতিশীল চিকিৎসক ফোরাম (চউঋ) এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ যথাক্রমে ডাঃ মুজিবুল হক আরজু, ডাঃ সুশান্ত বড়–য়া, ডাঃ জয়ন্তমালাকার, ডাঃ মাজহারুল ইসলাম শামীম ও ফখরুদ্দীন কবীর আতিক, জনার্দন দত্ত নান্টু চিকিৎসক ফোরাম ও ছাত্র ফ্রন্ট পরিচালিত ত্রাণ কার্যক্রমে নগদ অর্থ, ঔষধ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করার এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।