আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ছাগু এবং পেজের ফেসবুক স্ট্যাটাস এবং তার উত্তর ।

শাহবাগের সুন্দরী মেয়েদের টানেই তরুণরা সেখানে যায় । আয় দোস্ত শাহবাগ যাই ,মেয়ে পটানো যায়ব । --হুমম ,আপনার মত ছাগু এবং লুইচ্চা প্রজাতির কিছু মানুষ শাহবাগ যায় । তারপর মেয়েদের সাথে ধাক্কাধাক্কি করে । অতঃপর ছবি তোলে ফেসবুকে আপলোড করে ।

আর সেই ছবি প্রচার করার জন্যে উড়না পেজ তো আছেই । শাহবাগে সব গাজাখোর । আমার বাসা শাহবাগে । এখন গাজার গন্ধে বাসায় থাকতে পারি না । দরজা ,জানালা সব বন্ধ করে থাকতে হয় ।

--বাহ্ আপনার ঘ্রান নেবার শক্তি তো অনেক । আপনাকেই খুজছে র্যাবের ডগ স্কোয়াড । তাড়াতাড়ি যোগ দিন । শাহবাগের আশেপাশে কোন আবাসিক বাড়ি কিংবা হোটেল নেয় । ২টা হাসপাতাল আছে ।

ঐ পেজের এডমিন এবং ফ্যান কি হাসপাতালে থাকেন নাকি ! ঐখানে সব লীগের পোলাপান ,সাধারণ মানুষ নায় । ৫০০ টাকা দিয়া ভাড়া করা মানুষ । আমার মত সাধারণ মানুষ নায় । --আরে ছাগু তুই নিজেরে সাধারণ মানুষ ভাবস ক্যামনে ?তোর মত মানুষ যদি সাধারণ হয় তাইলে আমরা কি ?ঐহানে গিয়া দেখ সাধারণ মানুষের অভাব নায় । ৫০০ টাকাও কেউ দেয় না ।

কোন সংগঠনের ব্যানার থেকেও বিরিয়ানি দেয় না । দলে অবস্থান পাকা করার জন্যে এবং অনেক খেলোয়াড়কেই জোড় করে শাহবাগে নিয়ে যাওয়া হয় । এই সংক্রান্ত একটা ছবিও দেওয়া হয়েছে । --এই ব্যাপারে আর কিছুই বললাম না । হায়রে ছাগু ।

আবার ও বলি ,দাবি একটাই । রাজাকার বাংলা ছাড় । পাকিস্তান যা । আন্দোলন কে করে ,কি জন্যে করে আর কার বিরুদ্ধে করে এইটা চিন্তা করতে থাক আর মানুষের ঘৃনা উপভোগ করতে থাক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.