আমাদের কথা খুঁজে নিন

   

শেখার আছে অনেক কিছু



ব্রিটেনে থাকার সুবাদে অনেক কিছুই দেখা হয়েছে, শেখা হয়েছে অনেক কিছুই তবে ইদানিং যা হচ্ছে তা অভাবনীয়। সবাই হয়তো অলরেডি শুনে ফেলেছেন যে ব্রিটেনে অর্থ কেলেংকারীর দায়ে একে একে অনেক এমপি পদত্যাগ করেছেন, কিন্তু আজকের ঘটনা খুবই গরম হোম সেক্রেটারী জ্যাকি স্মীথ পদত্যাগ করছেন। তিনি ব্রিটেনের সর্বোচ্চ ক্ষমতাবান মহিলা। অবাক হলেও সত্য এত সব এমপি, মন্ত্রি পদত্যাগ করার একমাত্র কারন এরা কেউ কেউ তাদের থাকার জন্য ২য় বাড়ীর সুবিধা নিয়েছে এবং সবক্ষেত্রেই তারা তাদের আত্নীয় স্বজনদের বাসায় থেকেছে অথবা নিজেদের বাসায় থেকেই বাসা ভাড়া উঠিয়েছে। এমন কি তাদের দেশের স্পীকারকেও পদত্যাগ করতে হয়েছে, তার দোষ তিনি এমন অনিয়ম দেখেও তাদেরকে বারন করেননি।

এবং সর্বশেয় আপডেট হচ্ছে তাদের এসব বিভিন্ন কারন দেখিয়ে পার্লামেন্ট থেকে উঠিয়ে নেয়া টাকা তাদের কে ফেরত দিতে নির্দেশ দেয়া হয়েছে। সবাই হয়তো ভাবছেন তারা বুঝি কোটি কোটি টাকা লোপাট করেছেন ? অবাক হলেও সত্য তাদের কেউ কেউ বাংলাদেশী টাকায় ২/৩ টাকা নামে বেনামে খরচ করার জন্যও পদত্যাগ করেছেন এবং তারা আগামী নির্বাচনে আর প্রার্থীতা করবেন না বলে বিবৃতি দিয়েছেন। সর্বোচ্চ যিনি টাকা বেনামে উঠিয়েছেন যা তার নিজের ব্যাক্তিগত স্বার্থে ব্যাবহার করেছেন তার পরিমান ১৩০০০ পাউন্ড যা প্রাথ ১৪/১৫ লাখ টাকা। আর আমাদের দেশে আমরা কি দেখছি, কোটি কোটি টাকা লোপাট করা ব্যক্তিরা নির্বাচনে ভিআইপি, নামে বেনামে শুধু এমপি রাই নয় এমন কি স্পীকার নিজের জন্যও বিভিন্ন টাল বাহানায় টাকা লোপাট করে দিয়েছেন। লজ্জা শরম তো দূরের কথা, তাদের বিবেক বলে কিছু আছে কিনা তা ভাববার মত একটা বিষয় ? সেদিন টিভিতে এমন একজন এমপির সাক্ষাতকার দেখাচ্ছিল, যিনি কিনা পদত্যাগ করছেন।

তার সাক্ষাতকার চলাকালীন সময়ে তার এলাকার লোক তার সামনেই তাকে বলছিল যে সে যা করেছে তা ভূল এবং তার সবার কাছে মাফ চাওয়া উচিত। এবং এমপি মুখের উপর সে বলছে ''সে ( এমপি ) মিথ্যা কথা বলছে। '' মনে এক ভাবনার উদ্রেক হলো আমাদের দেশে যদি এমন করে এমপির মুখের উপর সত্য কথা বলে তাকে হেয় করত তাহলে তার অবস্থা কি হত ? সে কি তার বাসায় সুস্থ যেতে পারত ? সে কি খুব বেশী দিন বেচে থাকত ? পাঠক আপনারাই বলেন তো কি হত সেই দেশের সুনাগরিকটির, আর আমরাই বা কি করতাম ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।