পূর্বালোচনা
১ টি কলমের দাম ৫ টাকা হলে ২০ টাকায় কয়টি কলম পাওয়া যাবে । এই ধরনের সমস্য সমাধানের জন্য ঐকিক নিয়ম ব্যবহার করা হয় । আসুন এখন কিছু জোকস শুনি ।
১. ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন, বলতো ১ কেজি সরিষার তেলের দাম ৮০ টাকা হলে ১০০ গ্রাম সরিষার তেলের দাম কত ।
ছাত্র : স্যার খাঁটি সরিষার তেল না ভেজাল ।
শিক্ষক : ধর খাঁটি ।
ছাত্র : স্যার দোকানদার কি আপনার বাপ হয় যে, ৮০ টাকা কেজি খাঁটি সরিষার তেল দিবে ।
সৈয়দ মুজতবা আলী তাঁর পন্ডিত মশাই গল্পে শুনিয়েছিলেন তৎকালীন সময়ের শিক্ষকদের করুন জীবনের কাহিনী । বর্তমান বাংলাদেশে সবাই এক এক জন পন্ডিত মশাই ।
আসুন এবার কিছু ঐকিক নিয়মের অংক করা যাক ।
অনুশিলনী
১. ১ কেজি মোটা চালের দাম ৪০ টাকা । ফখরু মিয়ার দৈনিক মুজুরি ৬০ টাকা । ৫ জনের পরিবারে প্রতিদিন চাল লাগে ৩ কেজি । কয় বেলা না খেয়ে থাকলে ৬০ টাকায় ফখরু মিয়ার সংসার চলবে ।
২. ইয়াজ উদ্দিনের ২ ছেলে স্কুলে পড়ে ।
তিনি দৈনিক আয় করেন ৮০ টাকা । তার সংসারে চাল ডাল তেল বাবদ দৈনিক খরচ হয় ১০০ টাকা । কয় ছেলে পড়ালেখা বাদ দিয়ে বাপের সাথে কামলা খাটলে ইয়াজ উদ্দিনের সংসার খরচ ঠিক থাকবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।