লেখাপড়া শেষ করে চাকরি নামক সোনার হরিণটি ধরতে অনেক কাঠখড় পোড়াতে হয়। তার চেয়েও বেশি কষ্ট করতে
হয় ঠিকঠাকভাবে কর্মস্থলে নিজেকে প্রতিষ্ঠা করা এবং চাকরি টিকিয়ে রাখা। চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট ছকের মধ্যে চলতে
পারলে জীবন অনেক গোছানো হতে পারে। কর্মস্থলে আসবে সফলতা। উজ্জ্বল ভবিষ্যৎ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে।
কর্মস্থলে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কিছু নিয়ম-কানুন মেনে চললে এসব ঝামেলা এড়ানো সম্ভব। এসব বিষয় নিয়ে
রইলো কিছু পরামর্শ-
* অফিসে যারা আপনার সিনিয়র তাদের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। কারণ কাজ শেখার ব্যাপারে *সনিয়ররাই আপনাকে সাহায্য করবে। তাই প্রথমেই সিনিয়রদের সম্পর্কে নেগেটিভ ধারণা না করে তাদের গুণগুলো লক্ষ্য করুন।
* অফিসের টাইম মেইনটেইন করুন।
সব সময় অফিসে ঠিক টাইমে পেঁৗছান। সম্ভব হলে টাইমের আগে পেঁৗছাতে চেষ্টা করুন। যখন অফিস শেষ হওয়ার কথা তখনই বের হন। যদি কোনো বিশেষ কারণে আগে বেরুতে হয় অথবা দেরি করে আসতে হয় সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আগে থেকে জানিয়ে রাখবেন।
* বসের প্রতি শ্রদ্ধাশীল হোন।
আপনি কি কাজ করছেন টাইম টু টাইম আপনার বসকে জানান। আপনাকে যদি কোনো কাজ দেওয়া হয় অবশ্যই সময় মতো কমপ্লিট করুন।
* অফিসের কাজে অত্যধিক
স্ট্রেস শরীর-মনে অসুস্থতার
জন্ম দেয়। এ স্ট্রেসের সঙ্গে লড়াই করতে প্রয়োজন ইতিবাচক মানসিকতা। তাই অফিসে ঢোকার পরপরই একটা রাফ
অব লিস্ট তৈরি করে এমন জায়গায় রাখুন যাতে সহজেই চোখ পড়ে।
প্রায়োরিটি অনুযায়ী কাজ সারুন। একেকটা করে কাজ শেষ হওয়ার পর
সেটা কেটে দিন।
*ক্যাম্পাস ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।