আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু নিরাপদে রিমুভ করুন



নতুন উবুন্টু ব্যবহার কারীরা বেশীরভাগ সময়WUBI দিয়ে Windows এর মধ্যে উবুন্টু সেটাপ দেন। অনেকেই ভয় পান স্হায়ীভাবে উবুন্টু ইন্সটল করলে পরে রিমুভ করতে গেলে xp, Vista কিছুই চালু হয় না। সব নতুন করে সেটাপ দিতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে WUBI দিয়ে উবুন্টুর সর্ম্পূণ পারফর্মেন্স পাওয়া যায় না। নতুন ব্যবহারকারীদের আশ্বস্ত করার মত খবর হল আপনি উবুন্টু কয়েক সেকেন্ডেই রিমুভ করতে পারেন নিরাপদে।

এক্ষেত্রে করণীয় কাজ হচ্ছে উবুন্টুর ড্রাইভটা NTFS এ ফরম্যাট দিয়ে নেয়া। উবুন্টু EXT3 ফাইল সিস্টেম ব্যবহার করে। windows EXT3 ফাইল সিস্টেম সাপোর্ট করে না। আপনি যদি উবুন্টু ড্রাইভটা ফরম্যাট করেন তাহলে বুট নেবার সময় গ্রাব লোড হবে না এবং আপনার কম্পিউটার চালুই হবে না। আপনার যদি Partition Magic সফটয়্যারটা থাকে তাহলে সেখান থেকে অথবা Xpর ডিস্ক ঢুকিয়ে বুট করুন, তারপর XP সেটাপ নেবার জন্য ড্রাইভ সিলেক্ট করতে বললে ড্রাইভ সিলেক্ট করে NTFS এ ফরম্যাট দিয়ে ডিস্কটি বের করে আনুন।

শেষ!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.