আমাদের কথা খুঁজে নিন

   

একটা বাসি কৌতুক...

অতীত নিয়ে ভেবোনা। অতীত থেকে শিক্ষা নাও আর ভবিষ্যতের জন্য ভাব, অদূর আর সুদূর ভবিষ্যত...
কোর্টে উকিল এবং এক কৃষকের মধ্যে কথা হচ্ছে। কৃষকটির ওয়াগন একটি গাড়ীর সাথে ধাক্কা লেগে ভেঙ্গে গিয়েছে এবং সে নিজে আহত হয়েছে। তাই, সে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। এটর্নি : অ্যাকসিডেন্টের পরেও তুমি কি কনস্টেবলকে বলোনি যে, তুমি জীবনে এরচেয়ে ভাল বোধ করোনি ? কৃষক : বলেছি।

এটর্নি : তাহলে, এখন তুমি আমার ক্লায়েন্টের কাছে ক্ষতিপূরণ দাবী করছ কেন ? কৃষক : কনস্টেবল সেখানে পৌঁছে আমার ঘোড়াটায় চড়ল কিন্তু ঘোড়াটার পা ভেঙ্গে গিয়েছিল বলে পড়ে গেল। কনস্টেবল তাকে সাথে সাথে গুলি করল। তারপর, সে আমার প্রিয় কুকুর রোভারের কাছে গেল, রোভার আহত ছিল বলে ব্যথায় কাতরাচ্ছিল। সে তাকেও গুলি করল। এরপর সে যখন আমাকে জিজ্ঞাসা করল যে আমি কেমন বোধ করছি, আমি পরিস্থিতির কথা ভেবে মনে করলাম, "আমি জীবনে এরচেয়ে ভাল বোধ করিনি", এটা বলাই সবচেয়ে সঙ্গত হবে।

(সংগৃহীত) ?!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.