আমাদের কথা খুঁজে নিন

   

সুখবর প্রতিদিন : শূণ্য নাকি শূন্য - আসলে সবই শূন্য

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

উৎসর্গ : ব্লগার শূন্য আরণ্যক (তিনি শুদ্ধভাবে শূন্য শব্দটি লিখেছেন) কিছুক্ষণ আগে চ্যানেল আই তে সুখবর প্রতিদিন দেখাল। সুখবর হল - এবাব মাধ্যমিকে শূণ্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। সুখবর শুনে ভাল লাগল। কিন্তু একটা বানান মেজাজটা খারাপ করে দিল। আমি বাংলা একাডেমির বাংলা বানান অভিধান দেখলাম।

কোলকাতা থেকে প্রকাশিত সংসদ বাঙ্গালা অভিধান দেখলাম। কোন অভিধানেই বানানটি ‌শূণ্য' লেখা নাই। লেখা আছে ‌ শূন্য' । অর্থাৎ এই শব্দটিতে মূর্ধন্য ণ ব্যবহার করার দরকার নাই। ব্যবহার করতে হবে দন্ত্য ন।

ণত্ব বিধান এক্ষেত্রে প্রযোজ্য নয়। আমাদের টিভি মিডিয়াতে বানান ভুল করা একটা রেওয়াজে পরিণত হয়েছে। তারা সাব টাইটেল বা টাইটেলে যা খুশি তা লিখছে। তাদের এই বোধ নাই, তাদের এই বানান অনেক মানুষকে বিভ্রান্তিতে ফেলবে। অনর্থক বিতর্ক সৃষ্টি করবে।

প্রচার মাধ্যম হিসেবে তাদের দায়িত্ব হল, শুদ্ধ বানান ব্যবহার করা। বাংলা একাডেমির বাংলা বানান অভিধানটা হাতের কাছে রাখলেই তো ল্যাঠা চুকে যায়। বিষয়টা তো এত কঠিন নয়। প্রচার মাধ্যম হিসেবে তারা তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। ফেব্রুয়ারি মাস এলে ভাষার জন্য এই টিভি চ্যানেলগুলো কম কান্নাকাটি করে না।

লোক দেখানো কান্নাকাটি করার চেয়ে বরং প্রয়োগ করে দেখাতে হবে যে, আমি ভাষাটাকে ভালবাসি। প্রকৃত অর্থে কেউ যদি নিজের ভাষাটাকে ভালবাসে, সে কখনও ভুল বানান ব্যবহার করতে পারে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.