আমাদের কথা খুঁজে নিন

   

একটা খোয়াবনামার খুঁজে --- ১

সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

আমি আর আমার বউ দেশে যাচ্ছি, পাশাপাশি বসা দুজনে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সুন্দরী বিমানবালা মিষ্টি হেসে বললো, "স্যার সিট বেল্টটা বাধুঁন"।

আমিও চিনি মিশানো মিষ্টি হাসির প্রতিউত্তরে সেকারেনিয় হাসি দিয়ে বললাম,"ওকে, ওকে, এক্ষণি বাধঁছি" বউ চিরতার হাসি দিয়ে বললো, "সুন্দরী মেয়ে দেখলেই তোমার হাসির মাত্রা মনে হয় ইদানিং বেড়ে যাচ্ছে ?" আমি ঘুমের ঘোরেই মনে মনে বলছি, "উফ্! খোয়াবেও ঝাড়ি খেতে হবে ?", খোয়াবের উপর ইচ্ছা শক্তি চাপিয়ে বউ এর মুখটা হাসি হাসি করে ফেললাম। প্লেন আমাদের বাসার সামনের মেইন রোড থেকে রান শুরু করলো, অনেক টুকু দৌড়িয়ে আকাশে উঠার মুহূর্তে হাই ভোল্টাজের বিদ্যুতের তারকে কোন রকমে পাশ কাটিয়ে আকাশে উঠে গেলো, আমিও চেপে রাখা দমটা ছেড়ে দিয়ে ভাবলাম, আরে এটাতো আমি খোয়াব দেখছি, প্লেন ক্র্যাশ করলেই কি ! ইসরাঈল পার হয়ে প্রায় ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে এসেছি, এমন সময় বিমানের ইঞ্জিনের সমস্যা দেখা দিলো, প্লেন ঘুরিয়ে তেলাবিবে লেন্ড করতে বাধ্য হলো। কিছুক্ষণ পরে আমাদের জানানো হলো, বিমান আজ ঠিক হবে না, আগামীকাল সকালে ফ্লাইট। খোয়াবের মধ্যেই একটু উদ্বিগ্ন বোধ করছিলাম, শত্রু দেশ ! না জানি আবার কি করতে কি করে বসে ! যাক কোন ঝামেল আর হয়নি, কিন্তু পরের দিন বলা হলো প্লেন পার্মানেন্টলি ডেমেজ, তাই এখন আপনাদের জন্য অন্য ব্যবস্হা করা হয়েছে। কি ব্যবস্হা ? বিমানের পাইলটকে বিশাল একটা দড়ি দিয়ে বেঁধে, সামনে রাখা হবে, তারপর দড়ির এক প্রান্ত দিয়ে বাম দিকে অর্ধেক যাত্রীকে বাঁধা হবে আর বাকী অর্ধেককে বাঁধা হবে ডান দিকের দড়ি দিয়ে ।

তারপর পাইলট রানওয়েতে দৌড়াবে, তারপর সবাইকে নিয়ে ফ্লাই করবে। এতটুকু দেখার পরই আমার খোয়াব ভেঙ্গে যায়। খোয়াব স্টাডি: ছোট বেলায় কোন খোয়াব দেখলে সকাল ঘুম থেকে উঠেই নানির গলা জড়িয়ে ধরে বলতাম, "নানিভাই, আজকে এই এই খোয়াব দেখেছি"। আর নানি মহা উৎসাহে উনার সহী-খোয়াবনামা নিয়ে বসে যেতেন, আর পুঙ্খানুপুঙ্খ জানতে চাইতেন, ঠিক করে বল, কি রং দেখেছিস? খেয়েছিস কিছু ? আশে পাশে কোন জঙ্গল ছিলো ? নদীতে ঢুবার সময় আর কিছু দেখেছিস ? ইত্যাদি ইত্যাদি । এখন তো আর নানির গলায় ঝুলতে পারি না , তাই নিজে নিজেই স্টাডি করতে বসলাম।

অনেক দিন দেশে যাই না, দেশের জন্যে মন পুড়ে, ঠিক আছে খোয়াবে দেশে যাওয়া দেখার এইটা একটা কারন হতে পরে। বউকে কয়েকদিন ধরে খুব মিস করছি ! আচ্ছা, খোয়াবে বউকে দেখার এইটা একটা কারন হতে পারে । ইসরাঈলের আগ্রাসন নিয়ে মনের ভিতর মাঝে মাঝেই প্রচন্ড ক্ষোভ নাড়া দিয়ে উঠে, খোয়াবে ইসরাঈলকে দেখার এইটা একটা কারন হতে পারে কিন্তু ইন্ডিয়ার বর্ডারে পাকিস্তানের জায়গায় ইসরাঈল কিভাবে আসলো ? আচ্ছা, অবচেতন মনে ইসরাঈলের প্রতি যেমন ক্ষোভ ঠিক তেমনি পাকিস্তানের প্রতিও তো আমার আজন্ম ঘৃণা, এই একটা বিষয়ে দুই দেশ অভিন্নসত্তা। তাই একটা আরেকটার পরিপূরক হতেই পারে। কিন্তু কোন ভাবেই, পাইলটকে দড়ি দিয়ে বেঁধে প্লেনের মত করে যাত্রীদের উড়িয়ে নিয়ে যাওয়ার আইডিয়া কিভাবে আমার খোয়াবে আসলো ! আজকে সারাদিন ভেবেও কোন কুলকিনারা করতে পারলাম না ।

নাহ, একটা সহী খোয়াবনামার অভাব রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছি। --------------------------------------------------------------------------- ছবিসূত্র: ইন্টানেট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.