আমাদের কথা খুঁজে নিন

   

যারা খালি বাঙ্গালী বাঙ্গালী করেন তাদের বলছি

হাজার সাদার মাঝে আমি অসাধারণ.............।

বৃটেনের অধিবাসীরা ইংরেজীতে কথা বলে,আমেরিকার নাগরিকেরাও ইংরেজীতে কথা বলে,অস্ট্রেলিয়ার নাগরিকেরাও ইংরেজীতে কথা বলে… কিন্তু অস্ট্রেলিয়া বা আমেরিকার নাগরিকেরা কি নিজেদের ''ইংরেজ''/''ইংলিশম্যান''/''এংলো'' বলে? বারাক ওবামা কি নিজেকে ''ইংরেজ'' বলে? শেন ওয়াটসন কি নিজেকে ''ইংরেজ'' বলে? পর্তুগালের জাতীয় ভাষা পর্তুগীজ,ব্রাজিলের জাতীয় ভাষাও পর্তুগীজ…কিন্তু নেইমার,কাকারা কি নিজেদেরকে ''পর্তুগীজ'' বলে? আর্জেন্টিনার লোকেরা স্প্যানিশ ভাষায় কথা বলে,স্পেনের লোকেরাও স্প্যানিশ ভাষায় কথা বলে…কিন্তু ম্যারাডোনা,মেসিরা কি নিজেদেরকে ''স্প্যানিশ'' বলে??? সৌদিরা আরবী বলে,আবার মিশরীয়রাও আরবী বলে…কিন্তু মিশরীয়রা কি নিজেদেরকে ''আরব'' বলে? তাহলে ভাষার ভিত্তিতে কেন আমরা নিজেদেরকে 'বাঙালী' বলে পরিচয় দেব? এই ''তুমি কে,আমি কে বাঙালী বাঙালী'' তত্ব একটি দূরদর্শী ষড়যন্ত্রেরই অংশ। খেয়াল করলে দেখতে পাবেন যে বিভিন্ন সুশীল দাবীকারী কীটপতঙ্গ ইসলামী আচার-পোষাক নিয়ে কটুক্তি করে যাচ্ছে এবং হিন্দুয়ানি আচার-পোষাককে ''বাঙালী সংস্কৃতি'' বলে প্রচার করছে। এমন করার কারণ হলো যেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের সংস্কৃতি একসময় এক হয়ে যায়। তা হতে ১৫-২০ বছর হয়তো লাগবে। তারপর বাংলাদেশীদের মধ্যে একটি কৃত্রিম আন্দোলনের শুরু করানো হতে পারে ''দুই বাংলা ভাই ভাই,সীমান্ত উচ্ছেদ চাই'' বলে…কেননা মানুষ তখন নিজেদের আর ভারতীয় বাংলাভাষীদেরকে এক বলে ভাবতে শুরু করবে… আপনাদের নিশ্চয় চোখে পড়েছে দুই বাংলা এক মায়ের সন্তান- এই থিমের উপর ভিত্তি করে ভারতীয় বাংলাভাষী শিল্পীরা বেশ কিছু গান বানিয়েছে শাহবাগ আন্দোলনের পর…বাংলাদেশ একদিন ভারতে মিশে যাবে,দুই বাংলা একাকার হবে,আর এর মধ্যেই আমাদের দেশীয় এসব ভারতীয় দালালদের সার্থকতা… সংগ্রহিত

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.