আমাদের কথা খুঁজে নিন

   

দুইটি ঘটনা, জুক্স হইলে জুক্স, না হইলে না (১৮+ হইতারে, নিজ দায়িত্বে প্রবেশ বাঞ্ছনীয়)

.

ঘটনা এক. তখন টগবগে তরুন । প্রথম বর্ষে পড়ি । দাঁড়িয়ে আছি দুই বন্ধূ । ওর এক বান্ধবী এল এমন সময় । আমিও চিনি, তবে সেভাবে পরিচিত নই ।

তো, বন্ধু যখন পরিচয় করিয়ে দিল ভদ্র মহিলার সাথে (সেও প্রথম বর্ষে পড়ত, মহিলা বলছি, কারণ আমাদের ইন্টারের মেয়েদের কলেজগুলোকেও মহিলা কলেজ বলা হয়) তিনি বললেন, হ্যাঁ ওনাকে আগে থেকেই চিনি, তবে সেভাবে ফিজিক্যাল পরিচয় হয়নি । (এই সেরেছে বলে কি?) ফিজিক্যাল পরিচয় দ্বারা হয়তো সরাসরি আলাপ বা যোগাযোগ মিন করেছিলেন তিনি । আমিও অনেককে এই টার্মটা ইউজ করতে শুনেছি । কিন্তু একজন ভদ্রমহিলা যখন এভাবে বলেন, স্বভাবতই, একজন টগবগে তরুণের চমকে উঠার কথা । আমিও চমকে উঠলাম ।

আমার মুখ ফসকে তখন প্রায় বের হয়েই যাচ্ছিল, আইয়েন ফিজিক্যাললি পরিচয় হই । কিন্তু বলতে পারলামনা । আমার চরম লজ্জাশীলতা আমাকে বাধা দিল । পরবর্তিতে এইটাকে (মুখ ফসকে বের না হওয়া কথা) আমি একটা শ্লোগানে রুপ দেই । নতুন কারো সাথে দেখা হোক বা না হোক আমরা বেশ কয়েকজন বন্ধু বলতাম, কারণে, অকারণে- আইয়েন ফিজিক্যাললি পরিচয় হই ।

ঘটনা দুই. আমার এক রুমমেট ঢাবির বিবিএ(মার্কেটিং)র ছাত্র ছিল । এক বিকেলে পড়ন্ত বিকালে বাসে বসে আছে, টিউসানিতে যাবে । বসে বসে পড়ছে । পাশ থেকে এক মেয়ে তার বান্ধবীকে বলল, আমার একটা ভাই আছে, এমন গর্দভ-সারাদিন পড়ে, তবু পরীক্ষায় ফেল করে । রুমমেট এই গল্প আমাদেরকে শুনিয়ে বলল, মেয়েটাই বা কেমন গর্দভ এই গল্প আবার মানুষের সামনে দেয় ! আমার অন্যান্য রুমমেটরাও দেখলাম না দেখা সেই মেয়েকে ঠাট্টা করতে লাগল ।

এমন সময় আমি বোমাটা ফাটালাম । ওকে আবার পুরো ঘটনা বলতে বললাম । ও বেশ তৃপ্তির সাথে ঘটনা পুনর্বয়ান করল । ও এবং রুমমেটরা তখনো বুঝতে পারেনি যে, পচা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে সে । আমি বললাম, আরে বোকা, ঐ মেয়ে গর্দভ হতে যাবে কেন ? গর্দভ তো তুমি ! সে বলল, কেন কেন ? আমি বললাম তুমি বাসে পড়ছিলে ।

তোমাকে বাঁশ দেয়ার জন্যই ঐ মেয়ে তার ভাই সংক্রান্ত বানানো গল্প বলেছে । কিছুক্ষণ চুপ থেকে রুমমেট হুংকার ছাড়ল, আমাকে বাঁশ দিছ! দাঁড়াও আমিও দেখামু বাঁশ কাকে বলে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।