মহাশূণ্য অভিযানে অংশ নিতে চান? সাধ থাকলেও সামর্থ্য নেই! মহাশূণ্য অভিযানকে কৌতুহলীদের হাতের নাগালে নিয়ে এসেছে যুক্তরাজ্যের একটি কোম্পানি। এ জন্য খরচ হবে মাত্র ১৯৯ পাউন্ড। এনডিটিভি জানিয়েছে, অভাবনীয় কম খরচে নিজস্ব মহাশূন্যযানে করে মহাশূণ্যে অভিযানের এক অনন্য সূযোগ তৈরি করে দিচ্ছে যুক্তরাজ্যর ইন্টারস্পেস নামের একটি কোম্পানী। মহাশূন্য এ অভিযান অবশ্য সশরীরে নয়, মহাশূণ্যে যাবে আগ্রহীদের প্রতিনিধিত্বকারী পকেট মহাশূন্যযান। যেগুলোকে পৃথিবীতে বসে নিয়ন্ত্রণ করা যাবে।
ইচ্ছে মতো মহাশূণ্যের ছবিও তোলা যাবে। যুক্তরাজ্যের ওই কোম্পানী চাঁদের উদ্দেশ্যে কয়েক হাজার পকেট মহাশূন্যযান ছাড়ার উদ্যোগ নিয়েছে এ প্রতিষ্ঠনটি। এই পকেট মহাশূন্যযানগুলোর একটির দাম পড়বে ১ ৯৯ পাউন্ড, যে কিনবে সে নিজের ইচ্ছেমত এটি চালাতে পারবে। এই যানগুলোর আকৃতি হবে সিডির সমান এবং এক পৃষ্ঠা কাগজের মতোই হালকা হবে। ২০১৫ সালের জুনে এগুলোকে পৃথিবী থেকে মহাশূণ্যেছাড়া হবে।
২০১৬ সালের জুনে এগুলো চাঁদের উপরে গিয়ে পৌঁছবে। পৃথিবী থেকে নিজেদের ওয়েবের মাধ্যমে মহাকাশযানগুলো নিয়ন্ত্রণ করতে পারবে এগুলোর মালিকরা। ছবি তোলা ও বার্তা পাওয়ার সুবিধাও থাকছে এই ক্ষুদে কৃত্রিম উপগ্রহগুলোতে। ল্যাবরেটরিতে এসব পকেট মহাশূন্যযান তৈরি করা ও সেগুলোকে একটি বড় আন্তঃগ্রহ মহাশূন্যযানে তোলা এবং উৎক্ষেপনের পুরো প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে এগুলোর মালিকরা সরাসরি দেখতে পারবেন। ক্ষুদে মহাশূণ্যযানগুলোকে একটি বাণিজ্যিক রকেটের মাধ্যমে মহাশূন্যে পাঠানো হবে।
কয়েক মাস পর মূল মহাশূন্যযান রকেটটি চাঁদে পৌঁছলে পকেট যানগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। এগুলোকে তখন কন্ট্রোল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন মালিকেরা। ছবিতোলা ও চাঁদে অবতরণের মাধ্যমে পকেট মহাশূন্যযানগুলো তাদের মিশন শেষ করবে। পকেট মহাশূন্যযানগুলোর মালিকরা তাদের পকেটে থাকা মিশন কন্ট্রোল অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মার্ট ফোন দিয়েও এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন।
সংগ্রহ:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।