আমাদের কথা খুঁজে নিন

   

সাঈদী একশো কোটি টাকার মানহানী মামলা করেছেন..................



২১ মে, বৃহস্পতিবার (আরটিএনএন)- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩৬ জামায়াত নেতাকে যুদ্ধাপরাধী ঘোষণা করতে দেওয়ানী আদালতে মামলা করায় ওই মামলার বাদী লিটন মিয়াসহ তিনজনের বিরুদ্ধে একশ’ কোটি টাকার মানহানি (ক্ষতিপূরণ) মামলা করেছেন জামায়াত নেতা মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী। বৃহস্পতিবার সকালে ঢাকার যুগ্ম জেলা জজ সাইফুল ইসলামের আদালতে তার আইনজীবীরা এ মামলাটি দায়ের করেন। আদালত লিটন মিয়াসহ তিনজনকে আগামী ১৭ জুনের মধ্যে স্বশরীরে বা আইনজীবীর মাধ্যমে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করে সাঈদীসহ জামায়াত নেতাদের হেয় করতে এ মামলা করা হয়েছিল। গত বছরের ১১ নভেম্বর তিন আইনজীবী লিটন মিয়া, সাখাওয়াত হোসেন সজীব ও রাজীব আহমেদ দেওয়ানী আদালতে এ মামলা করেন।

পরে যুদ্ধাপরাধের অভিযোগে দেলওয়ার হোসাইন সাঈদীসহ ৩৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছিল আদালত। এরপর রাষ্ট্র ও বাদী পক্ষ এক সঙ্গে আদালতে গিয়ে মামলাটি তুলে নেয়। যুদ্ধাপরাধের এমন মামলা কেবল ফৌজদারী আদালতেই হতে পারে বলে জানান সাঈদীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এভাবে যুদ্ধাপরাধী ঘোষণা করার নিয়ম আমাদের সিভিল আইনে নেই। সুতরাং দেওয়ানী আদালতে এমন মামলা হতে পারে না।

কেবল ফৌজদারী আদালতে হতে পারে এবং তা সরকারই করতে পারে। এদিকে দেলওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দাবি করেছেন, দেলওয়ার হোসেন সাঈদী ১৯৭১ সালে পিরোজপুরে অবস্থান করে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রেখেছিলেন। এখানে লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।