চোখ খুবলে নেয়া অন্ধকার, স্ফুলিঙ্গ জ্বেলে দাও!
শ্রমিকের কষ্ট
আমার বাবা ছিল শ্রমিক
সে পারে নাই শ্রম দিয়ে
আমাকে একটা ভালো স্কুলে পড়াতে
আমার বাবা পারে নাই শ্রম দিয়ে
সময়মত একটা বই কিনে দিতে
আমার বাবা পারে নাই শ্রম দিয়ে
সময়মত আমার স্কুলের বেতন দিতে
সময়মত আমার পরীক্ষার ফিস দিতে
আমার বাবা শ্রম দিয়েও পারে নাই
আমার মায়ের মুখে একটু হাসি ফোটাতে
আমার বোনের বিয়ের যৌতুকের টাকা যোগাতে
আমার মা ও বোনের একটা শখের কিছু কিনে দিতে
অথচ আমি দেখেছি
আমার বাবা শ্রম দিয়েছে গাধার মত
আমি দেখেছি
বাবা শ্রম দিয়ে রাত ও দিনে একই মত
তবু পারে নাই আমার বাবা
আমাদের সংসারের ক্ষুধা মেটাতে
এই কি বাংলাদেশের শ্রমের মূল্য!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।