আমাদের কথা খুঁজে নিন

   

একখানা ষ্টিকার খরিদ করতে চাই, টাকা যা লাগে দিমু...



ষ্টিকারের প্রতি আমার কখনোই সেরকম কোনো আকর্ষন ছিল না। অনেক বাচ্চা-কাচ্চাকে দেখতাম ষ্টিকার নিয়ে সেকি হইচই। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ষ্টিকারের জনপ্রিয়তা থাকে। কখনো সিনেমার হিরো হিরোইন। কখনো খেলোয়ার।

কখনো বা অন্য কারো ... ছোটদের মধ্যে এই ষ্টিকার নিয়ে চলে নানা রকম বাহাদুরীও, তোমার এই ষ্টিকার আছে? আমার আছে। যার থাকে, সেতো ব্যাপকভাব নিয়ে জবাব দেয়, ও এইটা! এইটা, তোমার আগেই আমার ছিল। যার না থাকে সে বিষয়টাকে অন্যদিকে নিয়ে যায়। এইটা কোনো ষ্টিকার হলো। তোমার কী ওইটা আছে? ষ্টিকার থাকা না থাকা আমার কাছে কখনো সেরকমভাবে গুরুত্বপূর্ণ ছিলনা বলে কখনোই এই ষ্টিকার পলিটিক্সে জড়াই নি।

আজ হঠাৎ করে একখানা ষ্টিকারের প্রতি আগ্রহবোধ জন্মালো। পত্রিকাতে দেখলাম, এমপি না হয়েও অনেকে ব্যাবহার করছে 'সংসদের ষ্টিকার'। বাহ! কি ঘটনা টের পেয়েছে সংসদ কমিটির আবাসিক সাবকমিটি। এই ষ্টিকার নিয়ে চলাচল করছেন অনেকেই। ঢুকছেন সংসদে. যাচ্ছেন সচিবালয়ে।

হাউ ফানি। আমাদের জাতীয় নিরাপত্তা কোথায় কোথায় যাচ্ছে? কোন কোন গাড়ীতে করে ঘুরে বেড়াচ্ছে? খুব ইচ্ছে করছে, এমন একটা ষ্টিকার যদি পাইতাম। যেহেতু অনেকে এই ষ্টিকার লাগিয়ে ঘুরছে নিশ্চয়ই বাইরেও পাওয়া যায়। যদি পাইতাম, টাকার দিকে তাকাইতাম না। কি মজাই না হইতো।

আহা! সালাম, আদাব নিতেও আরেকটা মানুষ লাগতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।