আমাদের কথা খুঁজে নিন

   

প্রজন্মের কথা

আধার আমায় টানে, আমি আধারেতে হারাই... আজ ছাড়বনাকো রাজপথ মোরা ফিরবনাকো ঘর, যত ঝড় ঝঞ্ঝাট যত বাধাই আসুক লরব ভয়ংকর। যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি, গুলির শব্দ শুনিনি আমি, তবু তোদের ঘৃনা আমাকে আজ বানাতে চায় খুনি। ওই রাজাকার তুই রাজাকার তোর আর কোনো নাম নাই, তুই কিরে তোর লাশেরও এই বাংলায় ঠাই নাই। ওই রাজাকার তুই রাজাকার শুধু ফাসি যে তোর রায়, কেন জেলের ভিতর পুসব তোদের আমারি পয়সায়? ওই রাজাকার তুই রাজাকার শুনতে কি পাস তুই? কান পেতে রাখ বাজলো বলে মৃত্যু ঘন্টা ওই। ওই রাজাকার তুই রাজাকার তোর আর কোনো নাম নাই, ঘৃনায় ভরা থু মারি তোকে, থু থু থু থু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.