আশা নিয়ে আছি কিছু হবে টগবগে রক্তের স্ফুলিঙ্গে আমার জন্ম, এক ফোটা এক ফোটা রক্ত বিন্দুতে আকা আমার সীমানা কন্ঠ ফুটেছে সরলার উৎসর্গিত সন্তানের জীবনের বিনিময়ে চেতন ফিরেছে অত্যাচারের বিরুদ্ধে গর্জন শুনে আমার জন্ম-ইতিহাস বীর-বীরাঙ্গনার রক্ত-ঘাম-সম্ভ্রমে রচিত আমায় এত সহজে দাবিয়ে রাখতে পারবে না। দেহের প্রতিটি তিলে ঠাই দিয়েছি চেতনা, উজ্জীবন জন্ম দিয়েছি এক একটা অগ্নিসন্তান শকুন হায়ানার দল যতবার বিষমন্ত্রে আমায় বধ করতে চেয়েছে, ততবার আমার হুঙ্কার তার মন্ত্রের ঝাঝকে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। আজ, কাল, পরশু কোনদিন আমি শকুনের মন্ত্রজালে ঢাকা পড়ব না। রেসকোর্স থেকে প্রজন্ম চত্ত্বর প্রতি পদে পদে আগুনের পথ তৈরি করেছি মহাকাল, মহাসময়ের। সেখানেই অনন্তকালের শকুন-হায়ানার ভস্মের শশ্মান। ওরে শকুন-হায়ানার দল প্রজন্ম প্রান্তর থেকে নতুন প্রজন্মের শকুন বিনাশের হোলি খেলা শুরু হল আজ। এই হোলি অনন্তকালের ...............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।