কবিতা/ গল্প/ উপন্যাস/ প্রবন্ধ/ অন্যান্য
কুয়াশার শুভ্র মেঘে ঢাকা নিষ্পাপ বালকের অবুঝ প্রেমিকা তুমি
তোমার বুকে ৩৬ বছরের মলিন স্বপ্ন এঁকে
যে গেছে মৌলিক ব্যবধানের বিপরীতে তাকে তুমি ভুলে যাও,
প্রতারিত আগাছার দূরত্বে আমাকে রেখো যদি
তবে আজ বলে দাও তোমার কাঙখকিত চার নীতির কি হবে ?
রক্ত মাখা সবুজ বুকে বৃও লালের প্রিয় কিশোরী তুমি
তোমাকে নিশ্চিত পালাতে হবে অন্য কোন গ্রহের কাছে
লুকিয়ে রাখতে হবে রক্ত কেনা মানচিত্র- গৌরব;
তোমাকে পালাতে হবে প্রিয় স্বদেশ আমার
তোমাকে কি পালাতে হবে ?
৭১'এর শহীদের স্বপ্নময় প্রেমিকা আমার
এবার তোমাকে দাঁড়াতে হবে- প্রজন্ম প্রশ্ন কাঠগড়ায়
তোমাকে বলতে হবে শত্রু মিত্রের কথা
বলতে হবে- কাদের রক্ত খেয়ে ভূমিষ্ঠ তোমার
কারা সেই জননী ধর্ষক ঘাতক পুরুষ
তোমাকে বলতে হবেই।
৭১-এর পরেই জন্ম আমাদের
যদি হৃদয়ের প্রেম চাও; প্রেমিকা হয়ে জনম বসতি চাও
তবে তোমার দেহ আবরণ খুলে দেহ ভ্রমণের সুযোগ দাও
নয়তো পালিয়ে........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।