কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
গ্রীস্ম না আসতেই আসতেই আমাদের গ্রীল পার্টি শুরু হয়ে গেছে । গত রবিবার সকাল ১১ টার দিকে তিন পরিবার মিলে চলাম ফিউমে পিয়েভের দিকে
নদীর পাশেই আমাদের গন্তব্য
পানির খুব কাছে আমরা জায়গা নিলাম। আমি লাগলাম চুলা জালাতে আর মামী ,খালা, বোন লাগল শিক সাজাতে
ভাইয়া আর এক মামা গ্রীলে শিক পোড়া শুরু করে দিয়েছে......।
অল্প সময় পরেই শিক খাবাব বা গ্রীল করা মাংস রেডি। আসেন খাওয়া শুরু করি।
এর কাছে খাওয়ার চেয়ে খেলাধুলা অনেক বেশী ভালো লাগে
সাবাই খাওয়া দাওয়া খুব ব্যাস্ত আর আমি এই ফাকে কিছু ছবি তুলাম চারপাশের ।
এই বাড়িটা সহেলী আপুর জন্য ঠিক করলাম। বন আর নদীর পাশে
আর নীল-দর্পণ কিছু মেঘ চেয়েছিলে তোমার জন্য একমুঠ মেঘ
আরো অনেক ছবি তুলে ছিলাম কিন্তু ওগুলো দিলে আমাকে ধমকি মারা হতে পারে। ধমকি খেতে চাই না। আপনারা গ্রীল খান।
আমারে কিছু চয়চটকনা দিয়া ্যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।