I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.
আমার ছোট মেয়েটা খাওয়া নিয়ে ভালোই যন্ত্রণা করে, খেতেই চায়না। ওকে টিভির সামনে বসিয়ে বাংলা চ্যানেলগুলো দেখাতে হয়, খবর/নাটক/টক-শো নয়, ওকে দেখাতে হয় কমার্শিয়ালগুলো, তাহলে ও গানের তালে তালে নাচতে থাকে কিংবা শিশুমূলক অ্যাডগুলো দেখে খুশী হয়। ওর মুগ্ধতার সূযোগ নিয়ে আমি "চামে" ওর মুখে খাওয়া ঢুকিয়ে দেই।
সবসময় যে ও এই ফাঁদে পা দেয়, তা নয়। তবে মাঝে মাঝে ভালোই কাজে আসে এই টিভির অ্যাড-গুলা।
মাঝে মাঝে ও আমাকে ঘরের কাজ করতে দেয়না, পিছে পিছে ঘুরতে থাকে, খুব অ্যটেনশন চায়। আমি বিভিন্ন বাংলা চ্যানেল ঘুরে ঘুরে যেখানে অ্যাড চলে, সেটা ওর জন্য চালু করে দিই। ও মুগ্ধ হয়ে দেখে; সেই ফাঁকে আমি ঘরের কাজে মন দেই।
বিপদ হয় যখন খবরের সময় হয়, একযোগে সব চ্যানেলে খবর চলতে থাকে। মাঝে মাঝে একযোগে সব চ্যানেলে নাটক অথবা বাংলা সিনেমা চলতে থাকে।
মেয়ে আমার কাঁদতে থাকে অবিরাম, রিমোট কন্ট্রোলারটা আমার হাতে তুলে দেয়, যেন আমিই ইচ্ছে করে ওকে তার প্রিয় অ্যাডগুলা দেখতে দিচ্ছিনা।
এমন যদি হতো একটা চ্যানেলে শুধুমাত্র কমার্শিয়াল দেখায়, তাহলে খুব ভালো হতো। কিংবা চ্যানেলগুলা যদি একযোগে প্রোগ্রামগুলো না দেখিয়ে অন্ততঃ একটা চ্যানেল কমার্শিয়াল দেখাতো!!
ভাবছি অ্যাডগুলা রেকর্ড করে সারাদিন ছেড়ে রাখবো!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।