ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
এ পর্বের পর এক-দুটি পর্ব থাকবে কার্টুন নিয়ে...সে সময়কার সেসব ক্লাসিক কার্টুন নিয়ে আলাদা পর্ব না করলে অন্যায় করা হবে
ইনক্রেডিবেল হাল্ক
হাল্কের সম্প্রতি একাধিক মুভি তৈরি হওয়াতে সেসময়কার জামা-কাপড় ছেড়া এই বিখ্যাত সিরিজ টি এখন দেখলে যে কারোই হাস্যকর মনে হবে...কিন্তু নিমিষেই জামা ছিড়ে এবং প্যান্ট ছিড়ে হাফপ্যান্টে পরিণত হওয়া এই সিরিজটি সেসময় তুমুল জনপ্রিয় ছিল...টিভিতে রবিউল (কমেডিয়ান, মৃত) এর সাথে হাল্ক এর একটা মারামারির কোলাজও সেসময় বেশ জনপ্রিয় ছিল...
ইন্ট্রো থিম:
http://www.youtube.com/watch?v=YOXpKUu6pUg
ম্যান ফ্রম আটলান্টিস
পানির নীচে ঘুরে বেড়াতে সক্ষম হারানো নগরী আটলান্টিস নগরীর একমাত্র বাসিন্দা প্যাট্রিক আর তার সাথে সাবমেরিন ক্যাটাসিয়ানের কাহিনী নিয়ে ছিল এই সাই-ফাই ফ্যান্টাসি সিরিজ টি...এটা একটু আগের দিকের সিরিজ ছিল...অনেকের মনে নাও থাকতে পারে...
ইন্ট্রো ভিডিও:
টারজান
এই এপিক সিরিজ নিয়ে কিছু বলার নেই....অনেক গুলো বিভিন্ন ধরণের সিরিজ হতো...তার মধ্যে যদ্দুর মনে পড়ে জনি ওয়েসমুলারের সিরিজ টি সবচেয়ে জনপ্রিয় ছিল....টারজানের হুংকার ধ্বনি আর তার ছুরির ডিজাইনটি বেশ পপুলার ছিল সেসময়।
ওশিন
একটি মেয়ের জীবন সংগ্রামের কাহিনী নিয়ে জাপানি এই মেগা সিরিয়াল টি কি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল সে সময় না দেখলে বোঝা যাবে না...মহিলা আর বাচ্চাদের চোখের পানি ছিল সাধারণ দৃশ্য এই সিরিজ দেখার সময়...ইউটিউবে বেশ কিছু পর্ব পাওয়া যায় এটির।
র্যাভেন
লী মেজরস এর শেষ বয়সে করা এই ফাটাফাটি মার্শাল আর্টের সিরিজ টির মূল নায়ক ছিল সূদর্শন জেফরি মিক...বেশ কিছু বড়দের সিন আর হুনুলুলুর অর্পূর্ব প্রাকৃতিক দৃশ্য নিয়ে এই সিরিজ টি আমার দেখা টিভির সবচেয়ে ফাস্ট আ্যকশন সিরিজ ছিল। সিরিজ টি পরের দিকে সনি টিভিতে মনে হয় দেখাতো।
নানা জায়গা থেকে পিস্তল বের করা লী এর চরিত্রটি ছিল বেশ মজার...
ভিডিও থিম:
পারফেক্ট স্ট্রেন্জার
আমেরিকান প্রবাসি ল্যারি আর তার আইরিশ কাজিন বাল্কিকে নিয়ে মজার কমেডি সিরিজ ছিল এটি...বোকা ল্যারি আর সহজ সরল বাল্কির দৈনন্দিন নানান মজার ঘটনা নিয়ে এই সিরিজ টি বহুদিন অনেকের মনে থাকবে..কাজিন বাল্কির "দ্যাটস রিডিকুলাস" এখনও বেশ বিখ্যাত ডায়ালগ।
ভয়েজারস
আজকের পর্ব শেষ করবো এই সাই-ফাই সিরিজ দিয়ে....টাইম ট্রাভেল আর এডভেন্চার নিয়ে দূর্দান্ত সিরিজ ছিল এটি।
ভয়েজারস এর টাইম ট্রাভেলের ঘড়ির মত নানান জিনিষ দিয়ে ঘড়ি বানাতে চেষ্ঠা করতাম আমরা!!
আগের পর্ব:
ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-২
ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-১
....চলবে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।