আমাদের কথা খুঁজে নিন

   

ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-২

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
দ্যা ফল গাই লী মেজরস এর সে সময়কার সাড়া জাগানো সিরিজ ছিল দ্যা ফল গাই। বাউন্টি হান্টারের ভূমিকায় হলিউড স্ট্যান্টম্যান হিসাবে লী মেজরস এর অভিনয় ছিল মজার..এই সিরিজের গান এবং ট্রাক দুটোই বেশ জনপ্রিয় ছিল। ইন্ট্রো থিম: দ্যা সিক্স মিলিয়ন ডলার ম্যান লী মেজরস এর একটু আগেকার সাড়া জাগানো সিরিজ ছিল এটি। স্পেস দূর্ঘটনায় প্রায় অর্ধমৃত লী কে যান্ত্রিক কলাকৌশলে বায়োনিক ম্যান টাইপের করা হয়...এরপর নানাবিধ দূর্ঘটনায় তার অতিমানবীয় দক্ষতার প্রয়োগ করে সে। একই থীমের বায়োনিক উওম্যান ততটা জনপ্রিয় হয়নি সেসয়ম।

থিম ভিডিও: অটোম্যান থ্রি ডি হলোগ্রাফের সাহায্যে দূর্দান্ত সব আ্যকশন নিয়ে আরেকটি জমজমাট সিরিজ ছিল অটোম্যান। পুলিশের কম্পিউটার প্রোগামার ওয়ালটারের আবিষ্কার এই অটোম্যান নিমিষে তৈরি করতে পারতো গাড়ী, হেলিকপ্টার..করতে পারতে অভাবনীয় সব কাজ। স্ট্রিট হক নাইট রাইডারের পর গাড়ীর সবচেয়ে জনপ্রিয় সিরিজ--তবে এবার বাইক, সুপার বাইক। নাম স্ট্রিট হক। ৩০০ মাইল/ঘন্টারও বেশি গতিতে চলতে সক্ষম এই বাইকের চালকের হেলমেটে ছিল নানা রকম কম্পিউটারের কাজ কারবার।

এয়ার উলফ নাইট রাইডার এবং স্ট্রিট হকের মত সুপার হেলিকপ্টার...এয়ার উলফ। দুর্গম পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতে এই হেলিকপ্টার...আর নানা রকম অপরাধ দমন মিশনে অংশগ্রহণ করতো সেখান থেকে। এটার থিম মিউজাক টি ছিল চমৎকার। আজকের পর্ব শেষ করবো গার্ল ফ্রম টুমরো দিয়ে। অস্ট্রেলিয়ান এই অসধারণ সাই-ফাই সিরিজটির এবং কৈশোর কালে এলানার ভক্ত ছিল না এইরকম লোক মনে হয় কমই ছিল! ভবিৎষত থেকে টাইম ক্যাপসুলে করে চলে আসা এলানা, তার আশ্রয়দাতার ছেলে মেয়ে জেনি এবং পিটার এবং ভবিৎষতের ভিলেন সিলভারর্থণ নিয়ে জমজমাট সিরিজ ছিল এটি।

ইউটিউবে অনেকগুলো পর্ব পাওয়া যায় এটির। শুক্রবারে নামাজের আগে মায়ের গোসলের তাড়া আর তারমধ্যে এটি দেখার মজাই ছিল আলাদা। আগের পর্ব: ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-১ ....চলবে...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।