আমাদের কথা খুঁজে নিন

   

ছোটবেলার প্রিয় টিভিঃ পর্ব-১

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
১৯৮০-৯০ এর দিকে যাদের ছোটকাল ছিল (বাল্যকাল-কৈশোর) তাদের মধ্যে আমিও পড়ি...সেসময় ডিশ ছিল না..বিটিভই ছিল আমাদের পৃথিবীর জানালা...পাড়ার আড্ডা, স্কুল আর খেলার বড় অংশ জুড়েই থাকতো এইসব টিভি অনুষ্ঠান..আমি এখনও এগুলোর ভক্ত....নেট ঘুরে ঘুরে খুজি আর দেখি সেইসব আনন্দের স্মৃতি...তারই কিছু এখানে। ম্যাকগাইভার রিচার্ড ডেন এন্ডারসেনের এই সিরিজটি আমার মতে সেই সময়কার সবচেয়ে সাড়া জাগানো টিভি সিরিজ ছিলো। বন্ধুক-পিস্তল আর মারামারি ছাড়া মোটামুটি বেসিক সাইন্সের উপর ভিত্তি করে নির্মিত এই অ্যাকশন-থ্রিলার সিরিজটি বহুদিন যাবৎ আমাদের মনে নানা স্বপ্ন তৈরি করেছে..সেসময় রিচার্ডের মত করে পিছন দিকে লম্বা চুল রাখার একটা স্টাইল চালু হয়েছিল...সেই সাথে তার সানগ্লাসের স্টাইলটিও জনপ্রিয় ছিল...এই সিরিজের টাকলা ডানা এলকারও বেশ জনপ্রিয় ছিল ম্যাকগাইভারের বস হিসাবে। তবে সব কিছু ছাড়িয়ে জনপ্রিয় ছিল ম্যাকগাইভারে সুইস নাইফ। ইউটিউব ঘাটলে বেশ কিছু পর্ব পাওয়া যায়..বাজারে এবং নেটে পুরো সিরিজও পাওয়া যায়...ইন্টো দিলাম নীচে।

নাইট রাইডার ডেভিড হ্যাসেলহফের নাইট রাইডার ছিল আরেক বিস্ময়...ঘড়ির মাধ্যমে কথা বলা...বুদ্ধিমত্তার কথা বলা কার নিয়ে এই সিরিজ দীর্ঘদিন আমাদের মনে স্বপ্নীল আবেশ তৈরি করে রেখেছিল..সম্প্রতি সিরিজটি আবার নতুন করে তৈরি করে প্রচার করা হচ্ছে। কিট নামের এই গাড়ী সেসময় কি পরিমাণ জনপ্রিয় ছিল সেটা এই এখনও কানাডাতে দেখি, যখন কেউ কেউ সেই মডেলের গাড়ী চালায়। কিটের জনপ্রিয়তা যে সমান আছে এখনও তার আরেকটি প্রমাণ বাজারে কিছু দিন আগে আসা নাইট রাইডার জিপিএস...যার কন্ঠ কিটের। মাইকেলের স্বর্ণকেশী বস এডওয়ার্ড অবশ্য এত জনপ্রিয় ছিল না। ইন্ট্রো থিম: দ্যা এ-টিম চারজনের এই প্রাক্তন সৈনিকদের টিমের নি:সন্দেহ জনপ্রিয়তম ছিল মি: টি।

চুরুট মুখের দলনেতা স্মিথ এবং মজার মারডকও ছিল বেশ জনপ্রিয় চরিত্র। আ্যকশন নির্ভর এই সিরিজটি ও দীর্ঘদিন ধরে টিভিতে চলেছে। সিরিজের কমেডি গুলোও বেশ মজার ছিল। এ-টিমের ব্যবহৃত ভ্যানটিও সমান পছন্দের ছিল সবার...নানা কায়দা-কানুনের জন্য। http://www.youtube.com/watch?v=PIfuaUTH9Y4 ....চলবে...
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।