আমাদের কথা খুঁজে নিন

   

জন্ম, মৃত্যু, বিয়ে - প্রেম করে যাই "এই তিন সরিয়ে" : পাখি ও সম্রাজ্ঞী

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

বিয়ে করলে না কি মানুষ নিহত হয়। এসব তত্ত্ব জানলেও না মানার ভান করি। বিয়ের আগে আগে ভদ্র ভাষায় বললে প্রেম না, একধরনের "ইনফাচুয়েশনে" পড়ি। বেচারা বর, যার সাথে বিয়ের কথা চলে, সে দেখা হলে আমার চলমান প্রেমের (একতরফা) কথা শুনে।

শুধু লিখে যাই তাকে উদ্দেশ্য করে না না কিছু। সে বুঝে। কিন্তু ধরা তো আর দেয় না। কক্সবাজার গিয়ে বন্ধুদের সাথে রাত ৪টায় প্রথম গল্পটা "পাখি ও সম্রাজ্ঞী" শেষ করি। এ এক ভয়াবহ শিহরণ।

যে এরকম ভেজালের হৃদয় খেলায় না পড়ছে সে বুঝবে না ২০০৫ এর লাস্টে বিয়ে করে ফেললাম। ২০০৬ এ তাই কোন বই এলো না। ২০০৭ এ আরো কিছু গল্পসহ, নিজের ব্যর্থ প্রেমকে একটু এদিক ওদিক করে লিখা গল্পসহ বই হলো, 'পাখি ও সম্রাজ্ঞী' Click This Link লিংক দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.