নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে।
আমি কবি
অথবা গনতান্ত্রিক হওয়া লাশ।
আমি ছবি
অথবা একমুঠো ধূলোয় বয়ে যাওয়া শ্বাস।
আমি সূর্যের কাছে আশ্রয় ভিখারী হয়েছিলাম,
মহোর্মীর টানে ছুটে গিয়েছিলাম অপার সমুদ্রে।
গনতান্ত্রিক হওয়া লাশ গুলোর ভেতর
হারিয়ে ফেলেছিলাম নিজেকে
চোরাবালি দ্বীপে।
এক খন্ড অখন্ড আকাশের গোধূলী সীমানায়
এই হৃদপিন্ডের বাম অলিন্দকে বন্ধক দিয়েছিলাম।
বৈধ প্রতিদানের বিনিময় ভেবে
তোমার কপালে রাজটিকা পড়িয়েছিল
নিরস্ত্র এই দুটি হাত।
গনতন্ত্র আজ আমার নন্দিনী।
প্রতি বছর লাল সবুজ চুম্বন আমার কপাল ছুঁয়ে যায় সুদৃঢ় প্রত্যয়ে।
শত বলিষ্ঠ সাজোয়া পোশাকের প্রকম্পিত সব গর্জন
আমাকে শুনিয়ে যায় আমার সব অর্জন,
নিথর চোখে হতচকিত এই হৃদয় তাকিয়ে রয়।
সাজোয়া পোশাকের ঘরোয়া সুতীব্র সব চিৎকার
ধিক্কার হয়ে আমার কানে পৌঁছে।
সোনার তরীতে আশ্রিত অসহায় এই হৃদয়
সময়ের হৃদপিন্ডকে ধিক্কার দিয়ে বলতে চায়------
---------আসলে এক পরাজিত প্রজন্মের নাগরিক আমরা!!
( পুনঃ প্রকাশিত )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।