আমাদের কথা খুঁজে নিন

   

প্লাস চার ।

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!

১৭. কইলা তুমি,‘যাইগা চল পালাইয়া, বাপের বাড়ী জমি-জিরাত ফালাইয়া’। হাসিমুখে করমু দুইজন বিয়া, চুপে চুপে কাজীর কছে গিয়া- বড়ই বিপদ, আমরা যদিও রাজী, তিন গেরামে আমার বাপেই একমাত্র কাজী ! ১৮. টি-শার্ট জিন্স পরে হাইফাই ফিটিং এ, খুব করে ভাব ধরে আসলাম ডেটিং-এ, বসতে গিয়েছি যেই নেই কওয়া বলা; ‘ক্যাঁক’ করে ফেটে গেল জিন্সের তলা! বিপদটা বুঝে আমি ভয়ে একাকার, টোকাইটা হেসে বলে দেখিনাই সার! ১৯. আয়েশ করে বসেছি যেই অফিসের টয়লেটে, হঠাৎ তোমার কলটা এল আমার মোবাইল সেটে। বললে তুমি, "আই লাভ ইউ’ বাপরে- পেটের ভেতর কি দারুন এক চাপরে! ছোট্ট করে বললাম আমি,‘ফোনটা খানিক ধর’, বলতে তো আর পারছি না যে ব্যাপার গুরুতর। ২০. কত আশা ছিল যৌতুক নেব, সাইকেল, ঘড়ি, টিভি, নেব আলমারি, খাট, সোফাসেট, যা যা পারি সবই। তোমার কথায় কেন যে গেলাম কাজীর অফিসটাতে, বুঝিনি, স্বপ্ন মিছে হয়ে যাবে বিয়েটার সাথে সাথে। আগের কবিতাগুলো পড়ুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।