আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগেও দুর্ণীতি!!! আপনারা আর কতো প্রতারণা করবেন নিজের সাথে???

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

আমি কয়েক মাস হলো সামুতে লিখছি। কয়েক দিন পর্যবেক্ষণের পরে আমার মনে হলো ব্লগও দুর্ণীতি আক্রান্ত। লোকজন নিজের লেখার কমেন্টস আর রেটং বাড়ানোর জন্য একই ব্যাক্তি নানা নামে ব্লগে একাধিক একাউন্ট খুলছে।

আর মন ভরে নিজের লেখায় কমেন্টস ও রেটং দিচ্ছে। আর এর ফলে সে যত খারাপই লিখুক তা কমেন্টস আর রেটং দিয়ে ভালো করে ফেলছে। কিন্তু নিজের লেখায় কমেন্টস আর রেটং দিয়ে তারা কি মজা পাচ্ছে তা আমার বোধগাম্য নয়। আসলে সামুতে লেখালেখি করার পর থেকে আমি সবসময় ভাবতাম যে আমরা ব্লগাররা একদিন একটা শক্তিতে পরিণত হবো। আর সেই শক্তিকে আমরা আমাদের দেশের কাজে লাগাবো।

কিন্তু কতিপয় দুর্ণীতিবাজ ব্লগারের কারনে তা যেন দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। আমার ভাবতে অবাক লাগে যখন দেখি খুব ভালো পোষ্টেও মাইনাস পড়ছে। তাই ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন তারা এসব দুর্ণীতিবাজ ব্লগারদের প্রতিরোধে সচেষ্ট হন। আর আমার সকল ব্লগাররা মিলে সবকিছুর উর্ধ্বে উঠে একটি শক্তিতে পরিণত হতে পারি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.