উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
টরন্টোতে বসবাসরত তামিল গোষ্ঠী কিছুদিন পূর্বে মার্কিন কনসুলেটের সামনের রাস্তা শ্রী লংকায় (তাদের ভাষায়) "জেনোসাইড" বন্ধকরনের প্রতিবাদে তিন দিন বন্ধ করে রেখেছিল। তামিল গোষ্ঠী এ ধরনের তাৎক্ষনিক প্রতিবাদ আয়োজন করতে বেশ পারিদর্শী।
গতকাল তারা টরন্টোর একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে (ছবি সিবিসি থেকে নেয়া) পাচ ঘন্টার জন্য বন্ধ রাখে। তারা এই সকল প্রতিবাদ আয়েজন করনের লক্ষে "ফেসবুক" সাইট ব্যবহার করছে। আমার ধারনা একানকার পুলিশের কোন ধারনাই নাই কি ভাবে তারা এ ধরনের প্রতিবাদ সামাল দেবে।
নিচে ফেসবুক থেকে প্রতিবাদে জড়ো হওয়ার আহবানের উদ্ধৃতি নকল করে দিলাম।
Pratheepan G wrote
at 12:24am on April 7th, 2009
Protest in Ottawa : Sri Lanka Army using chemical weapons on Tamil civilians
Buses leave @ 6AM: Keep tuned to media for more news as well as pass around the news via text messaging
SLA intensifies attacks on civilians in Puthukudiruppu, they are planning to gas weapon attack (chemical warfare) on 250,000 Tamil Civilians from 5 directions... URGENT... WE CAN'T BE SILENT ANYMORE... THIS IS THE TIME TO ACT.... WHAT EVER YOU HAVE TOMORROW IT IS A MUST TO CANCEL IT! BE IT SCHOOL OR ANYTHING... YOU WANT UR TAMILS ALIVE!!?? THEN COME TOMORROW.... WE CANT LET ANY MURDEROUS SINGHALA MURDER OUR BROTHERS AND SISTERS! THINK OF THEM AS YOUR OWN MOTHER AND FATHER!
EVERY SINGLE CANADIAN TAMIL HAS THE UTMOST RESPONSIBILITY TO BE IN FRONT OF PARLIAMENT IN OTTAWA TOMORROW!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।