আমাদের কথা খুঁজে নিন

   

কানাডার টরন্টোতে বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ

বাংলাদেশ, ফ্রান্স,জার্মানি, শ্রীলংকা এবং অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান ও ফ্লোরিডায় বসবাস ও কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন টরন্টোর একজন ইমামের বিরুদ্ধে যৌন হয়রানি-সংক্রান্ত ১৩টি অপরাধের দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে। খবরটি প্রকাশিত হয়েছে কানাডার জনপ্রিয় বাংলা সাপ্তাহিক বেঙ্গলি টাইমস পত্রিকায়। পুলিশ মোহাম্মদ মাশরুর নামের ৪৮ বছর বয়সী ওই ইমামের লালসার শিকার আরও সম্ভাব্য মানুষজনের কাছ থেকে তথ্য চেয়ে অনুরোধ করেছে। টরন্টোর ড্যানফোর্থের বায়তুল মোকাররম ইসলামিক সোসাইটির ইমাম ও কোরআন শিক্ষার শিক্ষক, বাংলাদেশি মাশরুরকে গত ১০ আগস্ট গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২০০৮ সালে মাশরুর টরন্টোয় আসার পর থেকেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

তার যৌন হয়রানির অপরাধগুলো ২০০৮ সালের নভেম্বর থেকে গত ২৮ জুন সময়কালের মধ্যে সংঘটিত হয়েছে। হয়রানি ও লালসার শিকার পাঁচজন নারী ও পুরুষকে পুলিশ ইতিমধ্যেই শনাক্ত করেছে। টরন্টো পুলিশের ডেট. কনস্ট কারেন আর্মস্ট্রং বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, বিবাহিত এবং পাঁচ সন্তানের জনক মোহাম্মদ মাশরুর মুসলিম সম্প্রদায়ের একজন ধর্মীয় নেতা। ইমামতি করায় তাকে সবাই বিশ্বাস করে; স্বভাবতই ধর্মবিশ্বাসীদের ওপর তার বেশ প্রভাবও আছে। পুলিশের ধারনা, আরও অনেকে মাশরুরের জঘন্য লালসার শিকার হয়েছে।

অনেকগুলো দেশে কর্মরত থাকায় মাশরুর একজন আন্তর্জাতিক অপরাধী হিসেবেও চিহ্নিত হতে পারেন। এ জন্য কানাডার বাইরেও তার বিরুদ্ধে তদন্ত করার হচ্ছে। টরন্টোর মুসলমান সম্প্রদায়ের কাছে ইমাম হিসেবে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন মাশরুর। কিন্তু তার বিরুদ্ধে গুরুতর যৌন হয়রানির অভিযোগ ওঠায় দেশ-বিদেশের মুসলমান সম্প্রদায় অত্যন্ত লজ্জিতও ব্রিবত অবস্থায় পড়েছেন। কারেন আর্মস্ট্রং বলছেন, ইমাম মাশরুরের জঘন্য লালসার শিকার নারী ও পুরুষরা তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

কিন্তু তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের মানসম্মানের স্বার্থে তাদের নাম, বয়স কিংবা তাদের মধ্যে কী ধরনের সম্পক ছির্ল, তা প্রকাশ করা সম্ভব নয়। টরন্টো পুলিশ মাশরুরের কর্মকাণ্ড ও অপরাধের বিষয়টি বিশদভাবে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করছে। সূত্র জানায়, একজন ইমামের বিরুদ্ধে যৌন হয়রানির মতো ঘৃণিত অভিযোগ ওঠায় টরন্টো তথা কানাডার মুসলমান সম্প্রদায় বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে। ইসলাম ধর্মের একজন ইমামের বিরুদ্ধে সচরাচর এমন অভিযোগ উঠতে দেখা যায় না। আর এ কারণেই টরন্টো ইমাম মাশরুরের বিষয়টি কানাডায় বেশ ঝড় তুলেছে।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাই টরন্টোর পুলিশকে বিস্তারিত জানাতে হয়েছে। মূল সংবাদ দেখতে চাইলে এখানে ক্লিক করুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।