আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
অনেকের মধ্যে ধারনা রয়েছে যে, ব্লগিং করলেই বুঝি টাকা আয় করা সম্ভব। একটা ব্লগ শুরু করব, দু’চার দিন দশ বারোটা পোষ্ট করব আর ব্যাস লোকজন হুড়োহুড়ি করে আমার ব্লগে ছুটে আসবে আর এ্যাডে ক্লিক করা শুরু করবে। যদি ব্লগ নিয়ে আপনার এরূপ ধারনা থেকে থাকে – তবে আপনি আরোও অনেকের মতোই ভুল স্বপ্নে বিমোহিত হয়ে আছেন।
ব্লগিংকে দু’ভাগে ভাগ করতে পারেন – একটি হল ব্লগিং আর অন্যটি হল Niche ব্লগিং।
প্রথমটিতে আপনি যেকোনো বিষয় নিয়ে লিখা শুরু করলেন, রাতদিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলেন – ফলশ্রুতিতে প্রতিদিন পাবেন বেশি হলে ১০০ জন পাঠক। আর অন্যটিতে প্রথমে একটু বেশি খাটতে হবে। আপনাকে বিষয়ের মধ্যে বিষয় খুঁজে হবে। তারমধ্যে বিষয় খুঁজতে হবে – যার পাঠক খুব কম কিন্তু তারা আপনার পোষ্টের জন্য অধীর আগ্রহে বসে আছে। আপনি যদি ১০জন পাঠকও পান তবুও আপনি আগের ব্লগের চেয়ে ১০ গুন বেশি কামাতে পারবেন।
বিষয়টি একটু সহজ করে দিচ্ছি। প্রথমে আপনাকে এমন একটি বিষয় ঠিক করতে হবে যার পাঠক রয়েছে বিশ্বব্যাপী। শুধু বাংলাদেশের পাঠককে টার্গেট করলে লাভ নাই, কারন বাংলাদেশি পাঠককেরা দুই-একটা ক্লিক আপনাকে উপহার দিতে পারে কিন্তু আপনি যদি বড় ধরনের ইনকাম করতে চান – তা বাংলাদেশিদের পক্ষে সম্ভব নয়। দুটো কারন – এক আমাদের হাতে নেই ইন্টারন্যাশনাল ক্রেডিট র্কাড কিংবা পেপাল আর অন্যটি হচ্ছে আমরা কোনো কিছু কেনার আগে অনেক কিছু চিন্তা করি। আমরা ভোক্তাশ্রেনী নই, অন্যদিকে বহি:বিশ্বের আমজনতা কিনবার পর চিন্তা করে বস্তুটি তার কি কাজে লাগবে! অনলাইনে সাফল্য পেতে হলে আপনাকে এডসেন্সের গন্ডি পেরিয়ে অনলাইনে বেচা কেনার দিকে ঝুঁকতেই হবে।
আপনি সরাসরি কোনো বেচাকেনা করবেন না, এফিলিয়েট লিংকের মাধ্যমে বেচাকেনার মাঝে থাকবেন। যাহোক সেই বিষয়ে অন্য কোনোদিন আলোচনা করব।
Niche বাছাই করাটাই খুব জটিল বিষয়। ধরুন আপনি Weight Loss এর উপর ব্লগ করতে চান – এটা এখনকার বিশ্বে খুবই হট সাবজেক্ট। কিন্তু এতে ঝাপিয়ে পড়বেন না, কারন আপনার মতো হাজার হাজার ব্লগার এই নিয়ে ইতিমধ্যেই ব্লগিং শুরু করেছে।
তাহলে উপায়?
উপায় আছে … । বিষয়ের আরেকটু ভেতরে যান। Weight Loss তো অনেকভাবেই করা যায়। লোকজন যখন Weight Loss সার্চ করে ১ মিলিয়ন পেজ রেজাল্ট দেখতে তখন সার্চকে আরও কার্যকরী করতে keyword টিকে আরোও লম্বা করে দেবে। তখন সার্চ করবে Weight Loss in Natural Way এবার দেখবে ৮ লক্ষ রেজাল্ট পেজ।
এবার keyword এর সাথে জুড়ে দেবে weight loss in natural herbal way এবার হয়তো দেখবে ১ লক্ষ রেজাল্ট। এখন সে হয়তো কোনো পেজে ক্লিক করবে কিংবা আর যর্থার্থ ফলাফল পেতে সার্চ করবে weight loss in Chinese natural herbal। Keyword এর দিকে চেয়ে দেখুন পাঠক কিন্তু অনেকটাই নিশ্চিত যে সে কি চায় – সে চাইনিজ প্রাকৃতিক হারবাল ব্যবহার করে ওজন কমাতে চায়। এখন আপনি যদি এমন একটা ওয়েবসাইট করতে পারেন যেখানে আপনি চাইনিজ হারবাল চিকিৎসা পদ্ধতি নিয়ে ব্লগ লিখলেন, গুগল এডসেন্স ব্যবহার করলেন এবং সবচেয়ে বড় কথা এফিলিয়েট লিংকের মাধ্যমে সংশ্লিস্ট দ্রব্যের সন্ধান দিতে পারেন তাহলে পাঠক অন্য কোনো ওয়েবসাইটে যাবার চিন্তাও করবে না, আপনার এ্যাডে ক্লিক করবে কিংবা আপনার লিংক ধরে গিয়ে দ্রব্যটি কিনতে দ্বিধা বোধ করবে না।
এখন দ্রব্যটি কি হতে পারে?
দ্রব্যটি ইবুক হতে পারে, যা ব্যবহার করে সে নিজেই নিজের চিকিৎসা করতে পারবেন, কিংবা ক্রিম হতে পারে যা ভুড়িতে ঘষলে ওজন কমতে পারে, ডিভিডি হতে পারে যা দেখে সে আরোও উন্নত জ্ঞান অর্জন করতে পারবে।
আপনি কেন সাফল্য পাবেন?
ধরুন আমিই পাঠক। যে ব্যক্তি Weight Loss নিয়ে ব্লগিং করছে, তার ওয়েবসাইটে গিয়ে দেখলাম সে সব বিষয়েই কথা বলছে এবং লিংক দিচ্ছে। আমি কিন্তু চাইনিজ হারবাল পদ্ধতি খুঁজছি – ওর ওয়েবসাইটে গিয়ে আমি আমার প্রয়োজনীয় লিংকটি খুঁজে নাও পেতে পারি। কিংবা তার জ্ঞানের পাহাড় দেখে ভয়ও পেতে পারি। কিন্তু আমি যখন দেখব আপনি শুধু চাইনিজ হারবাল নিয়েই কথা বলছেন, তখন আমি আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করব এবং আপনার পরার্মশ নিতে দ্বিধা করব না।
কিভাবে Niche খুঁজে পাবেন?
Niche খুঁজে পেতে হলে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, বিশ্বে কি ঘটছে তার ধারনা থাকতে হবে। এছাড়া যেকোন সময়ে সার্চের গতিবিধির উপর নজর রাখতে হলে গুগল ট্রেন্ড ব্যবহার করতে পারেন। এই টুলটি ব্যবহার করে বর্তমানে সার্চের ধরন বিভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে জানতে পারবেন। একবার কোনো বিষয় পছন্দ হয়ে গেলে গুগল Adwords টুল ব্যবহার করে ওই বিষয়ের Niche সম্বন্ধে ধারনা পেতে পারেন। এছাড়া Niche বাছাই করতে বিদেশি পত্রপত্রিকাগুলো গুরুত্বর্পূণ ভূমিকা পালন করে।
সেক্ষেত্রে Google News ব্যবহার করে সারা বিশ্বের খবর খুব সহজের একই পাতা দেখতে পারবেন।
আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্লগে আসা সম্ভব হয় না, তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে। আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে।
ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
এই ব্লগ পোষ্টটি আগে প্রকাশিত হয়েছে আমার বাংলা ব্লগে, ব্লগিংয়ে সাফল্য পাবার অর্ব্যথ মন্ত্র – Niche Blogging। আগের ব্লগ পোষ্টগুলো পড়তে ভিজিট করুন - http://bn.jinnatulhasan.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।