আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ব্লগিংয়ে উৎসাহীত করি সবাইকে



সেদিন একজনের সাথে পরিচিত হলাম। আমি উনাকে চিনিনা কখনও দেখিনিও। তিনি আমাকে মেসেনজার লিষ্টে এড করেছেন এই ব্লগে দেয়া এড্রেস থেকে। কথা হলো অনেক। নিয়মিত ব্লগ পড়েন।

কিন্তু ব্লগে রেজিষেট্রশান করেননি। ব্লগ সম্পকে খুবই ভাল ধারনা রাখেন। জিজ্ঞেস করলাম কেমন লেখা উনার পছন্দ। তিনি বললেন প্রায়ই লেখা ভালো লাগে। কিন্তু কিছু ব্যক্তির গালিগালাজ একদম পছন্দ নয়।

বিশেষ কিছু ব্যক্তির নাম বললেন যাদের লেখা তিনি সবসময় পড়েন। সাথে আমার নামটাও জুড়ে দিলেন। সুতারাং তিনি আমারও একজন ভক্ত। উনাকে ব্লগে লেখার ব্যাপারটা বললাম। কিনতু বেচারা এমন সব সমস্যার কথা বললেন যেগুলোর নিমুল অসম্ভব।

যেমন গালিগালাজের ব্যাপারটা। উনার মতে উনি একটা পোষ্ট দিলেন আর কেউ যদি গালিগালাজ করেন তাহলে খারাপ লাগবে। উৎসাহ হারিয়ে ফেলবেন। এছাড়াও তিনি জার্মান কিবোড ব্যবহার করেন। বাংলা লিখতে জানেনা।

ব্লগের গালিগালাজের ব্যাপারটা আশ্বস্ত করতে ব্যান করার বিষয়টা তুলে ধরলাম। বাংলা লেখার জন্য হিজিবিজি হিজিবিজি ব্লগের একটা পোষ্টের লিংক দিলাম। এইটুকুতে উনি সন্তুষ্ট হলেন বটে কিন্তুউনি ভালো লিখতে পারেননা বলে হতাশা প্রকাশ করলেন। তখন আমি নিজের ব্যাপারটাই বললাম। এই ব্লগে ঢুকার আগে প্রায় তিনমাস শুধু পড়েছি।

অনেক লেখার ফাকে ভালো লেখাগুলো দেখে স্বপ্ন দেখতাম এইখানে একদিন লিখবো। আজ সেই আমি শতপোষ্টের কাছাকাছি দাড়িয়ে। মনে হয় তিনি উৎসাহী হলেন কিছুটা এবং আশা করবো ব্লগে দেখতে পাবৌ অতিশীগ্রই। ব্লগারগণ ,আপনারাও উৎসাহীত করুণ আপনাদের প্রিয়জনদের কিংবা পরিচিত কাউকে। সাহিত্য চচার এই মাঠে যার যেমনি ইচ্ছা খেলুক।

শুধু একটা বিষয় যেন আমরাখেয়াল রাখি, ব্লগের পরিবেশটা যেন সুন্দর থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।