আমাদের কথা খুঁজে নিন

   

মৌসুমী ফল চাই কিন্তু?

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

মধু মাস সন্নিকটে, কোথায় দেশী ফল। বৈশাখ জৈষ্ঠ এই দুই মাস ঝড় ঝাপটার পাশাপাশী বাজারে প্রচুর দেশীয় ফল ফলাদীতে ভরপুর থাকে। দেশীয় ফল আমাদের পেশাজীবি শ্রমজীবি মানূষের সারাবছরের পুষ্টি ঘাটতি পুরনের সময়। কিন্তু বাজারে পর্যাপ্ত মৌসুমী ফলের সরবরাহ নেই। যা আছে তা ধরা ছোয়ার বাইরে। দাম খুব বেশী। এরপর আছে ভেজাল , ক্যামিক্যাল মিশ্রিত । যা এই ফলের স্বাদ কেড়ে নেয় এবং পুষ্টি পুরন না করে প্রতিটি শরীরে রোগ বালাই দেখা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।