আমাদের কথা খুঁজে নিন

   

মৌসুমী

"যুদ্ধাপরাধী, রাজাকারের ফাসিঁ চাই"

আমন্ত্রণ রইলো তোমার শুভ তিথিতে এসো তুমি, বুকের পাঁজর খুলে দেখাবো আমি এ হৃদয়ের কোথায় আছ তুমি। ও মৌসুমী মৌ মৌ মৌসুমী তুমি মৌসুমী। হৃদয়ের সব কটি জানালা রাখবো খুলে তুমি এসো তুমি এসো তুমি এসো আমার বুকে। ও মৌসুমী তুমি হয়ে এসো সঙ্গিনী। এ বুকের মাঝে যত শত ভালবাসা আছে নাও নাও সব নাও তুমি নাও লুটিয়ে। তুমি কর বসবাস আমারী হৃদয়ে। ও মৌসুমী তুমি নাও নাও আমায় তোমার বুকে তুলে। ও মৌসুমী মৌ মৌ মৌসুমী তুমি অপরুপা মৌসুমী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।